বাংলাদেশের পক্ষে ফের সরব কবীর সুমন, লিখলেন ফেলানী হত্যা নিয়ে

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০২৪, ১২:৪৫| আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ১২:৪৭
অ- অ+

বাংলাদেশের পক্ষে আবারও সরব হলেন ওপার বাংলার খ্যাতিমান গীতিকার, সুরকার, গায়ক, কবি ও লেখক কবীর সুমন। ফেলানী হত্যার প্রসঙ্গ টেনে তিনি ফেসবুকে লিখলেন, ‘সীমান্তের কাঁটাতার-বেড়া থেকে ফেলানী যখন ঝুলছিলেন, কিসের কার অবমাননা হচ্ছিল তখন?’

শনিবার বিকালে দেওয়া পোস্টে এই কথা লেখেন কবীর সুমন। একইদিন রাত সোয়া ৯টায় দেওয়া আরেকটি পোস্টে এই গীতিকার ও গায়ক ফেলানীর হত্যা নিয়ে কবিতা আকারে লেখেন-

‘কতগুলো উজবুক পতাকা মাড়ালো, বিজ্ঞরা তাই ব্লাড প্রেশার বাড়ালো। পতাকার চেয়ে বড় ফেলানির বুক, সেটা তাক করেছিল কার বন্দুক। কাঁটাতারে ঝুলছিল মেয়েটা আমার, দেশের বুলেট দেশপ্রেমের খামার। কার দেশ কার ফ্ল্যাগ কার কাঁটাতার, কোথায় রইল ঝুলে ফেলানি আমার। পরের জন্মে মেয়ে আমি আর তুমি, ফ্ল্যাগহীন কোনও দেশে খুঁজে পাবো ভূমি। আমার সঙ্গে গান গাইবে তুমিও, গাইবে অন্য কোনো জন্মভূমিও।’

আরও লিখেছেন, ‘কবীর সুমন- পরের জন্মে যে ফেলানির বাবা হবে আর আবু সাঈদের মতো ঘাতকের সামনে বুক পেতে দেবে। জয় ভালোবাসা!’

পোস্ট দুটিতে কবীর সুমন কারও নাম উল্লেখ করেননি। তবে নেটিজেনরা কমেন্ট বক্সে লিখেছেন, পোস্ট দুটি ওপার বাংলার আরেক কবি, লেখক ও গীতিকার শ্রীজাত বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে দেওয়া। কারণ, সম্প্রতি তিনি বাংলাদেশে ভারতীয় পতাকা অবমাননা নিয়ে একটি আপত্তিকর পোস্ট দেন।

ওই পোস্টে শ্রীজাত কবিতায় ভাষায় বাংলাদেশকে কটাক্ষ করে লেখেন, ‘শুশ্রূষা ও জল নিয়ে কী সহজে ভুলে গেলে ঋণ! /যে-পতাকা পিষে যাচ্ছ, তারই অংশ ছিলে একদিন।/ভাষা তো নিশ্চয়ই প্রিয়। তারও চেয়ে প্রিয় জন্মভূমি। / আমাকে ‘বাঙালি’ থেকে ‘ভারতীয়’ করে তুললে তুমি। / ভালবাসা-বিরোধের মাঝখানে সরু একটা সুতো / তাকে যদি তুলে নাও, অন্য ভাবে কথা হবে দ্রুত। / এত যদি দ্বেষ থাকে, যদি এত ঘৃণা হয় জড়ো - / তবে তো সওয়াল ওঠে, ক্ষমা কি দেশের চেয়ে বড়? / নামেই স্বাধীন তুমি। চেতনায় আজও পরাধীন। / যে-পতাকা পিষে যাচ্ছ, তারই নীচে ছিলে একদিন।’

নেটেজিনরা কবর সুমনের পোস্টের নিচে স্পষ্ট করেই লিখেছেন, পোস্ট দুটি তিনি শ্রীজাতের কবিতার প্রতিবাদ জানিয়েই দিয়েছেন। বাংলাদেশের পক্ষে কথা বলায় সবাই তার ভূয়সী প্রশংসাও করেছেন।

এর আগে শুক্রবার দেওয়া আরেকটি পোস্টে কবির সুমন লেখেন, ‘আকারে বড় দেশগুলো মনে করে তারা তাদের আকারে ছোট প্রতিবেশী দেশগুলোর মুরব্বি। যুক্তরাষ্ট্র মনে করে সে কিউবা, হাইতির বড়দা। পুয়ের্তো রিকোকে তো বড়দা অঙ্গরাজ্য মনে করে। ভারত মনে করে সে বাংলাদেশ, শ্রীলংকা, নেপালের বড়দা।’

অর্থাৎ, বড় দেশ হিসেবে ভারত যে বাংলাদেশের ওপর যুগের পর যুগ খবরদারি করে আসছে এবং এখনো সেই চেষ্টা করছে, কবির সুমন তার পোস্টে সেদিকেই স্পষ্ট ইঙ্গিত করেছেন। এই পোস্টের কমেন্ট বক্সেও তাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন বাংলাদেশি নেটিজেনরা।

এখানেই শেষ নয়, জুলাই-আগস্টে গণঅভ্যুত্থান চলাকালীনও ছাত্র-জনতার দাবির পক্ষে সমর্থন জানিয়ে একাধিক পোস্ট দিয়েছেন কবির সুমন। জানিয়েছেন বাংলাদেশের মানুষের প্রতি তার ভালোলাগা এবং ভালোবাসার কথা। ৫ আগস্টের পরও সেই ধারা অব্যাহত রেখেছেন তিনি।

(ঢাকাটাইমস/০১ডিসেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশে বড় বিনিয়োগে আগ্রহী বিশ্বের দুই বৃহত্তম বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান
সার্বভৌমত্ব-গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: তারেক রহমান
সাইবার আইনে মামলা করলেন সারজিস আলম
বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা: চবির ৭৩ শিক্ষার্থী বহিষ্কার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা