ডেঙ্গুতে আক্রান্ত ছাড়াল ৯০ হাজার, এক দিনে ৭ জনের মৃত্যু
এডিস মশাবাহিত প্রাণঘাতি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘন্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮২ জনে। অপরদিকে মশাবাহী রোগটিতে আক্রান্ত হয়ে গত এক দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৭৩ জন। এতে চলতি বছর ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্য ৯০ হাজার ছড়িয়ে গেছে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনের ২৮৬ জন এবং বাকিরা ঢাকার বাইরের।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ নভেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৯০ হাজার ৪৪০ জন। এর মধ্যে ৬৩ দশমিক ২০ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৮০ শতাংশ নারী রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাতজনের মধ্যে ঢাকা বিভাগে দুইজন (সিটি করপোরেশনের বাইরে), ঢাকা উত্তর সিটি করপোরেশনে দুইজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের, বরিশাল বিভাগে এবং খুলনা বিভাগের একজন করে রয়েছেন।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ৮৯০ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে মোট ৮৬ হাজার ৬৯৩ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
(ঢাকাটাইমস/২৮নভেম্বর/এমআর)
মন্তব্য করুন