দেশ টিভির এমডি আরিফ হাসানের তিন দিনের রিমান্ড আবেদন

আদালত প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ নভেম্বর ২০২৪, ১২:৩৪| আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ১৩:৫০
অ- অ+

সজীব নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানের তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।

রাজধানীর বিমানবন্দর থানার এ মামলায় রবিবার মামলার তদন্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর আবু সাঈদ এ রিমান্ড আবেদন করেছেন।

রিমান্ড আবেদনে আরিফ হাসানকে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে উল্লেখ করেছেন তদন্ত কর্মকর্তা।

দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ডের বিষয়ে শুনানি হবে।

এর আগে শনিবার রাতে বিদেশ গমনকালে বিমানবন্দর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই উত্তরার স্কলাস্টিকা স্কুলের সামনে গুলিবিদ্ধ হন সজীব। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় সজীবের বাবা বিমানবন্দর থানায় হত্যাচেষ্টার মামলা করেন।

আরিফ হাসান বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স-অ্যাটকোর সাধারণ সম্পাদক।

(ঢাকাটাইমস/১৭নভেম্বর/আরজেড/এফএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যড়যন্ত্র মোকাবিলায় আমরা সজাগ আছি, ঐক্যবদ্ধ আছি: প্রধান উপদেষ্টা
ক্যানসারে আক্রান্ত বৃদ্ধের পাশে অভিনেত্রী মুক্তি
বৃহস্পতিবার থেকে স্বাভাবিক নিয়মে সাজেক ভ্রমণ করতে পারবেন পর্যটকরা
সংবিধান সংস্কার কমিশনের কাছে ১৮ প্রস্তাব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা