ইসকন ইস্যুতে হাইকোর্টকে যা জানালো রাষ্ট্রপক্ষ
জাতীয় পতাকা অবমাননার ঘটনায় করা রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করা নিয়ে চট্টগ্রামে আইনজীবী হত্যা এবং বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।
বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চে এ তথ্য জানান অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আসাদ উদ্দিন।
বিষয়টি এখন সরকারের টপ প্রায়োরিটি বলে উল্লেখ করে আদালতে রাষ্ট্রপক্ষ বলেছে, এ ঘটনাকে কেন্দ্র করে দেশে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।
রাষ্ট্রপক্ষ আরও জানিয়েছে, এরই মধ্যে এ ঘটনায় তিনটি মামলা হয়েছে। ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ছয়জনকে শনাক্ত করা হয়েছে।
এ সময় আইনজীবী মনির উদ্দিন বলেন, এখন ইসকন নিষিদ্ধের সময়। তখন আদালত বলেন, সরকার অবশ্যই দেখবে।
এর আগে বুধবার চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে জামিন নামঞ্জুর করা নিয়ে সারা দেশে আলোচনা-সমালোচনার মধ্যে ইসকনকে নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আবেদন করেন একজন আইনজীবী। এ আবেদনের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপক্ষের মতামত জানতে জরুরি ভিত্তিতে অ্যাটর্নি জেনারেলকে ডেকে পাঠান আদালত। এ সময় হাইকোর্ট বলেন, “চট্টগ্রাম-রংপুরে এসব কী শুরু হয়েছে?
অ্যাটর্নি জেনারেল বলেন, “এ বিষয়ে কাজ শুরু হয়েছে।”
পরে হাইকোর্ট বৃহস্পতিবারের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলেন। এর প্রেক্ষিতে আজ রাষ্ট্র বিষয়টি নিয়ে সরকারের পদক্ষেপ সম্পর্কে আদালতকে অবহিত করে।
(ঢাকাটাইমস/২৮নভেম্বর/এফএ)
মন্তব্য করুন