হত্যা মামলায় ভোলার আ. লীগ নেতা ইউনুস কারাগারে

আদালত প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২৪, ১৯:৪৫
অ- অ+

বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গুলিবিদ্ধ হয়ে নিহত মো. রমজান মিয়া জীবন হত্যা মামলায় ভোলা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ইউনুসকে (৫৪) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেন শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর এই আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার সাব-ইন্সপেক্টর মো. আবুল হাসান তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন৷

এর আগে শুক্রবার রাজধানীর হোটেল ৭১ এর পাশের গলি থেকে মো. ইউনুসকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলা থেকে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট সকাল সাড়ে ১১ টার দিকে ছাত্র জনতার সঙ্গে মিছিলসহ পল্টনের দিকে যাচ্ছিলেন মো. রমজান মিয়া জীবন। পথিমধ্যে গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসলে গুলিবিদ্ধ হন । এরপর ৬৫ দিন ঢাকা মেডিক্যালে চিকিৎসা নেয়ার পর গত ৯ অক্টোবর মারা যান তিনি। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫২ জনকে এজাহারনামীয় আসামি করে গত ২৯ অক্টোবর পল্টন থানায় মামলা দায়ের করেন নিহতের বাবা মো. জামাল উদ্দীন।

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/আরজেড/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিমানে মেলেনি কোনো বোমার আলামত
সংস্কার করতে একবছরের বেশি লাগার কথা নয় : নজরুল ইসলাম
সাবেক প্রতিমন্ত্রী পলক ও সাবেক এমপি সাদেক রিমান্ডে
ঢাবি এলাকায় গাছ থেকে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা