প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়ে অবস্থান ছাড়ল সাদপন্থিরা
মাওলানা সাদের ইজতেমায় অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বরাবর স্মারকলিপি দিয়ে অবস্থান ছেড়েছেন সাদপন্থি তাবলীগ জামাতের সদস্যরা।
মঙ্গলবার বেলা ১১টা ২০ মিনিটের দিকে তারা কাকরাইল মসজিদের সামনে ও প্রধান বিচারপতির বাসভবনের সামনের সড়ক থেকে অবস্থান ছেড়ে দেন।
নিজামউদ্দিন অনুসারীদের মিডিয়া সমন্বয়ক মো. আবু সায়েম বলেন, “আমাদের এক দফা দাবি, মাওলানা সাদকে ইজতেমায় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। আমাদের আরেকটি দাবি ছিল প্রথম ইজতেমা। কিন্তু এটা সরকারি সিদ্ধান্ত তাই সরকার যেভাবে সিদ্ধান্ত নিবে সেভাবেই হবে।”
তিনি বলেন, “দাবি আদায়ে আমরা অবস্থান নিলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব আমাদের ৯ জনের একটি প্রতিনিধিদলকে যমুনার সামনে নিয়ে যান। সেখানে গিয়ে তার কাছে প্রধান উপদেষ্টা বরাবর একদফা দাবি জানিয়ে একটা স্মারকলিপি দিয়ে এসেছি। তিনি আমাদের আশ্বস্ত করেছেন এবং এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন। তাই আমরা অবস্থান ছেড়ে দিয়েছি।”
এদিন সকাল সাড়ে ৮টার দিকে কাকরাইল মসজিদের সামনে ও প্রধান বিচারপতির বাসভবনের সামনের সড়কে অবস্থান নেন তারা। এসময় প্রথম ইজতেমা এবং মাওলানা সাদের ইজতেমায় অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানান। পরে সকাল সাড়ে ৯টার দিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিবের আমন্ত্রণে তাবলীগ জামাতের ৯ সদস্যের একটি প্রতিনিধিদল যমুনার সামনে যান এবং সেখানেই প্রধান উপদেষ্টার প্রেস সচিবের কাছে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।
(ঢাকাটাইমস/১৯/নভেম্বর/এলএম/এফএ)
মন্তব্য করুন