যাত্রাবাড়ীতে ব্যাটারিচালিত রিকশাচালকদের ছাত্র-জনতার ধাওয়া
১১ দফা দাবিতে রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক অবরোধ করা ব্যাটারিচালিত রিকশাচালকের ধাওয়া দিয়েছে ছাত্র-জনতা। ধাওয়া খেয়ে সড়ক ছেড়ে পালিয়ে যায় তারা। এখন ওই এলাকার যানচলাচল স্বাভাবিক রয়েছে।
রবিবার দুপুর দেড়টার দিকে যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক আহম্মেদ ঢাকা টাইমসকে বলেন, “সড়কে অবস্থানরতদের সাড়ে ১২টার দিকে তুলে দেওয়া হয়েছে। এখন রাস্তায় কেউ নেই। পরিস্থিতি স্বাভাবিক আছে। তবে বাড়তি পুলিশ মোতায়েন আছে।”
এদিকে রাজধানীর মোহাম্মদপুর, প্রেসক্লাবসহ বেশ কিছু জায়গায় নিজেদের অবস্থান নিয়ে আন্দোলন করছে ব্যাটারিচালিত অটোরিকশা চালক ও মালিকরা। এতে সড়কগুলোর যানচলাচল বন্ধ রয়েছে। রাস্তার দুপাশে দাঁড়িয়ে আছে শত শত যানবাহন। রাজধানীতে জরুরি কাজে বের হওয়া সাধারণ মানুষ পড়েছেন বিপদে। অনেকে ব্যাগ-বস্তা নিয়ে হেঁটে গন্তব্যে রওনা হচ্ছেন।
এর আগে রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান চলাচলের অনুমতি, বিআরটিএ থেকে চালক ও যানবাহনের লাইসেন্সসহ ১১ দফা দাবিতে সকাল থেকে আন্দোলন শুরু হয়। পূর্বঘোষিত আন্দোলনে তারা জাতীয় প্রেসক্লাব ও বিআরটিএ অফিস ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছিল।
ঢাকাটাইমস/২৪নভেম্বর/এসএস/এফএ
মন্তব্য করুন