৪৭তম বিসিএসে ৩৬৮৮ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ নভেম্বর ২০২৪, ১৬:৩১| আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ১৭:৫৬
অ- অ+
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন

প্রশাসন ক্যাডারে ২০০ জনসহ ৪৭তম বিসিএসে ৩ হাজার ৬৮৮ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বৃহস্পতিবার পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ৪৭তম বি.সি.এস. পরীক্ষা-২০২৪ এ ৩ হাজার ৪৮৭টি ক্যাডার পদে এবং ২০১টি নন-ক্যাডার পদে নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

সাধারণ ক্যাডারের মধ্যে প্রশাসনে ২০০, পররাষ্ট্রে ১৫, পুলিশে ১০০, আনসারে ৮, নিরীক্ষা ও হিসাবে ২৩, করে ১০৪, শুল্ক ও আবগারিতে ৫০, সমবায়ে ৪, রেলওয়ে পরিবহনে ০৪, তথ্যে ৪৩, ডাকে ১৩, পরিবার পরিকল্পনায় ৬২ ও খাদ্যে ১টি পদ রয়েছে।

এছাড়া প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারের মধ্যে পদ রয়েছে ১ হাজার ৮৮৩টি। বিসিএস সাধারণ শিক্ষায় পদ রয়েছে ৯২৯টি। সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলোর জন্য পদ রয়েছে ৯টি। সরকারি মাদরাসা-ই আলিয়ার জন্য পদ ২৭টি। পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজের জন্য পদ ১২টি।

আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরু ১০ ডিসেম্বর সকাল ১০টায়। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট। ০১ নভেম্বর তারিখে সব ক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৩২ বছর।

বিজ্ঞপ্তিটি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে পাওয়া যাবে।

(ঢাকাটাইমস/২৮নভেম্বর/এলএম/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৪৩তম বিসিএসের ২৬৭ জন কর্মকর্তাকে পদায়ন
৪৩তম বিসিএসে বাদ পড়া বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন: সিনিয়র সচিব
৪৩তম বিসিএসে বাদ পড়াদের অধিকাংশকে হিন্দু দাবি করে ভারতীয় মিডিয়ার গুজব
বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি পূবাইলের আবুবকর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা