জরুরি তলবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনার
আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এম রিয়াজ হামিদুল্লাহর দপ্তরে তাকে তলব করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির থাকতে বলা হয়। মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, যথাসময়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হয়েছেন প্রণয় ভার্মা।
গতকাল সোমবার দুপুরে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ঘটে। এ সময় বাংলাদেশের জাতীয় পতাকা টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলা হয়। 'হিন্দু সংঘর্ষ সমিতি' নামের একটি সংগঠনের সমর্থকরা এই হামলা চালায়।
এ ঘটনায় দুঃখ প্রকাশ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ভাঙচুরের ঘটনাটি খুবই দুঃখজনক। কোনো অবস্থাতেই কূটনৈতিক এবং কনস্যুলার সম্পত্তি লক্ষ্যবস্তু করা উচিত নয়।
এদিকে হাইকমিশনে হামলার পর তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ। একই সঙ্গে ওই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তসহ দেশটিতে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোর পূর্ণ নিরাপত্তা নিশ্চিতে দিল্লির প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা।
সোমবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্ষোভ প্রকাশের পাশাপাশি ভিয়েনা কনভেনশন অনুযায়ী কূটনৈতিক মিশন ও কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি ভারতকে স্মরণও করিয়ে দেওয়া হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকার গভীর ক্ষোভের সঙ্গে জানাচ্ছে যে, ২ ডিসেম্বর আগরতলা শহরের হিন্দু সংঘর্ষ সমিতির এক বিশাল প্রতিবাদকারী দল আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গণে আক্রমণ ও সহিংস বিক্ষোভ করেছে।
এতে আরও বলা হয়, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিশ্চিত করা যাচ্ছে যে, প্রতিবাদকারীরা পরিকল্পিতভাবে বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রধান গেট ভেঙে প্রাঙ্গণে প্রবেশ করতে সক্ষম হয়। এর মধ্যে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে তারা পতাকা স্তম্ভ ভেঙে বাংলাদেশ জাতীয় পতাকার অবমাননা করে এবং সহকারী হাইকমিশনের ভিতরে সম্পত্তির ক্ষতিসাধন করেছে। দুর্ভাগ্যবশত, স্থানীয় পুলিশ কর্মকর্তারা যারা প্রাঙ্গণের সুরক্ষা তদারকি করছিলেন, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোনো কার্যকর পদক্ষেপ নেননি। সহকারী হাইকমিশনের সকল সদস্য গভীর নিরাপত্তাহীনতায় ভুগছেন।
(ঢাকাটাইমস/০৩ডিসেম্বর/এলএম/এমআর)
মন্তব্য করুন