কাজী নজরুলকে ‘জাতীয় কবি’ ভূষিত করে শিগগিরই প্রজ্ঞাপন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০২৪, ১৬:২৪| আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ১৬:৪৬
অ- অ+

এতদিন মুখে মুখে কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির স্বীকৃতি দেওয়া হলেও এর কোনো দালিলিক ভিত্তি ছিল না। এবার এই বিদ্রোহী কবিকে আনুষ্ঠিানিকভাবে বাংলাদেশের ‘জাতীয় কবি’ হিসেবে ভূষিত করে প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তাব অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার।

বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কবি কাজী নজরুল ইসলামকে ‘জাতীয় কবি’ হিসেবে ভূষিত করে গেজেট প্রকাশের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ প্রস্তাবের উদ্যোক্তা ছিল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

কাজী নজরুল ইসলাম বাংলা ১৩০৬ সনের ১১ জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর ডাক নাম ছিল ‘দুখু মিয়া’। পিতার নাম কাজী ফকির আহমেদ ও মাতা জাহেদা খাতুন।

বাংলাদেশের স্বাধীনতার পর পরই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে সপরিবারে সদ্য বাংলাদেশে নিয়ে আসা হয়। রাষ্ট্রীয় মর্যাদায় বাংলাদেশে তার বসবাসের ব্যবস্থা ও রাজধানীর ধানমন্ডিতে কবির জন্য একটি বাড়ি প্রদান করে তৎকালীন সরকার। তারপর থেকেই সবার মুখে মুখে কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়ে। তবে এর কোনো দালিলিক ভিত্তি ছিল না। এবার আনুষ্ঠিানিকভাবে সেই স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার।

(ঢাকাটাইমস/০৫ডিসেম্বর/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্যক্তিগত সফরে কক্সবাজারে মির্জা ফখরুল
বাংলাদেশ-ভারত সম্পর্ক ‘স্বতন্ত্র’, অন্যদের ওপর নির্ভর করে না: জয়সওয়াল
শ্রমজীবী মানুষের সমস্যা সমাধানই হবে এবি পার্টির শ্রমিক রাজনীতি: মজিবুর রহমান মঞ্জু 
কোকোর কবরে বিএনপি নেতা জনির শ্রদ্ধা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা