‘শিশুর হাতে হাতকড়া’, ছবি নিয়ে যা জানা গেল

শিশুর হাতে হাতকড়া— এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা ভাইরাল হয়েছে। বিশেষ করে পতিত আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ ও স্বেচ্ছাসেবক লীগের পেজ থেকে পোস্ট করা হয়। যাতে লেখা হয়েছিল- ‘শিশুদের হাতে হাতকড়া কেন? এত ভয় কিসের মহাজন!’ মুহূর্তের মধ্যে ভাইরাল হওয়া ছবিটা সত্য নাকি মিথ্যা তা নিয়েও চলে নানান মন্তব্য।
তবে ভাইরাল হওয়া শিশুটির ছবি বাস্তবে হাতকড়া পরানো নয়। ছবিটি আসামির আদলে অভিনয় করেছে বলে ফেসবুকে শিশুটির মামা দাবি করেন।
রিউমার স্ক্যানার ছবির বিষয়ে বলছে, হাতকড়া পরিহিত শিশুর ভাইরাল এই ছবিটি বাস্তব কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে ভাইরাল ছবিটি কক্সবাজারের চকরিয়া পৌরসভার ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা পারভেজের ভাগনের। ছবিটি সর্বপ্রথম তিনি ‘আসামির আদলে অভিনয় করেছে ভাগিনা’ ক্যাপশনে পোস্ট করেছিলেন। যা পরবর্তীসময়ে শিশুকে গ্রেপ্তার করা হয়েছে দাবি করে পোস্ট করে ছড়িয়ে দেওয়া হয়।
(ঢাকাটাইমস/১২এপ্রিল/এসএস/এমআর)

মন্তব্য করুন