তিতুমীর শিক্ষার্থীদের অবরোধে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ নভেম্বর ২০২৪, ১৫:৪৮| আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ১৭:৫৮
অ- অ+

নিজস্ব বিশ্ববিদ্যালয়ের দাবিতে রাজধানীর মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এতে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

সোমবার বেলা ১১টার দিকে রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। ঢাকার বিভাগীয় পরিবহন কর্মকর্তা খায়রুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

বিকাল পৌনে চারটার দিকে এই প্রতিবেদন লেখার সময় শিক্ষার্থীদের অবরোধ চলছিল।

এদিকে শিক্ষার্থীদের আন্দোলন থেকে নোয়াখালী থেকে আসা ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রেন এবং আহত হয়েছেন ট্রেনে থাকা শিশুসহ কয়েকজন যাত্রী।

রেলে হামলার বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেনে, আপাতত ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ আছে।

হামলার বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমের ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে, আন্দোলনকারীদের পাথরের আঘাতে একজন পুরুষ, মহিলা আহত হয়েছেন। এছাড়া রক্তাক্ত অবস্থায় এক শিশুকেও দেখা গেছে।

রেলওয়ে কন্ট্রোল রুম থেকে জানানো হয়, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মহাখালী এলাকায় আন্তঃনগর ট্রেন জামালপুরের তারাকান্দিগামী অগ্নিবীণা এক্সপ্রেস এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকামুখী বনলতা এক্সপ্রেস আটকে আছে।

এদিকে রেল যোগাযোগ বন্ধ থাকায় তৈরি হয়েছে ট্রেনের শিডিউল বিপর্যয়। অবরোধের কারণে সাড়ে ১১টার পর ট্রেন চলাচল দুটি লাইনে বন্ধ করা হয়। এখনো তা বন্ধ। আনুমানিক চার ঘণ্টা দুটি লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

কমলাপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার আনোয়ার হোসেন জানান, শিক্ষার্থীদের অবরোধের কারণে এখনো পর্যন্ত রেললাইনে দুটি রেললাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

(ঢাকাটাইমস/১৮নভেম্বর/ইএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায়, চালক নিহত
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ: পাকিস্তানকে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে বাংলাদেশ
কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
আইনজীবী সাইফুল হত্যায় চন্দনের সাত রিপনের পাঁচ দিনের রিমান্ড
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা