ফার্মগেটে বাণিজ্যিক ভবনে আগুন
রাজধানীর ফার্মগেটে একটি বাণিজ্যিক ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট।
শনিবার সকাল সোয়া নয়টার দিকে মানসি প্লাজা নামে সাততলা ওই ভবনের বেজমেন্টে এ আগুন লাগে। সেখানে পুরাতন মালামালে আছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। দুপুর আড়াইটায় এই প্রতিবেদন লেখার সময়ও আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
বেলা আড়াইটার দিকে ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া উইংয়ের সদস্য আনোয়ার ইসলাম ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেন।
ফায়ার সার্ভিস বলছে, আগুনের ভয়াবহতা তীব্র নেই। তবে অনেক ধোঁয়া থাকায় আগুন নিয়ন্ত্রণে দেরি হচ্ছে। এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
ঢাকাটাইমস/২৩নভেম্বর/এসএস/ইএস
মন্তব্য করুন