গুলশানে দিনদুপুরে ফিল্মিস্টাইলে ব্যবসায়ীকে অপহরণ, উদ্ধারে সাঁড়াশি অভিযান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২৪, ১৯:৪৮| আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ২০:০০
অ- অ+
প্রতীকী ছবি

রাজধানীর গুলশান থেকে আবাসন ব্যবসায়ে জড়িত আইয়ুব খান নামে একজন ব্যবসায়ী অপহৃত হয়েছেন। মঙ্গলবার দুপুরে গুলশান-২ নম্বরের ডিসিসি মার্কেটের সামনে থেকে তাকে অপহরণ করা হয়।

একইদিন রাতে ডিএমপির গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) জিয়াউর রহমান চৌধুরী ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারে পুলিশ বনানী ও মতিঝিল এলাকায় সাঁড়াশি অভিযান চালাচ্ছে। আশা করছি শিগগির তাকে উদ্ধার করা যাবে। এই ঘটনায় একজন আটক আছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক গুলশান থানা পুলিশের এক কর্মকর্তা ঢাকা টাইমসকে বলেন, দুপুরে ব্যবসায়ী আইয়ুব খান অপহরণের শিকার হয়েছেন খবর পেয়ে পুলিশ অপহরণকারীদের ধরতে মাঠে নামে। দুর্বৃত্তরা ওই ব্যবসায়ীর মোবাইল দিয়ে পরিবারের কাছে দশ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। তারা অপহরণকালে ওই ব্যবসায়ীর ব্যক্তিগত গাড়ি চালককে জোরপূর্বক নামিয়ে দিয়ে চলে যায়। তারা ওই ব্যবসায়ীকে নিয়ে বনানী-মহাখালীর দিকেই আছে। এরইমধ্যে পরিবার কিছু টাকা মুক্তিপণ পাঠিয়েছে। তবে অপহরণকারীরা বলছে, ব্যবসায়ী আইয়ুব খানকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু এখনও তাকে উদ্ধার করা যায়নি।

আইয়ুব খানের ব্যবসায়িক অংশীদার তানজির রহমান বলেন, দুপুরে গুলশানে ব্যক্তিগত কাজে এসে অপহৃত হন তিনি। নিজের গাড়িতে ওঠার সময় কয়েকজন ব্যক্তি গাড়িচালককে মারধর করে গাড়ি থেকে নামিয়ে তাকে নিয়ে চলে যায়।

(ঢাকাটাইমস/২৬নভেম্বর/এসএস/ইএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রথম নারী প্রেসিডেন্ট পেল নামিবিয়া
ন্যাশনাল পোর্ট স্ট্র্যাটেজি প্রণয়নে জাইকার সহায়তা চায় বাংলাদেশ
ছেলে সন্তানের বাবা হলেন মুস্তাফিজ
সাবেক এসপি বাবুল আক্তারের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা