আ.লীগের আমলে মানুষের জীবনের নিরাপত্তা ছিল না: নয়ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ নভেম্বর ২০২৪, ২১:২৩
অ- অ+

আওয়ামী লীগের আমলে মানুষের জীবনের নিরাপত্তা ছিল না বরে মন্তব্য করেছেন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। তিনি বলেছেন, গত ১৬ বছরে বিএনপি জেল-জুলুম, হামলা-মামলাসহ এমন কোনো নির্যাতন নেই যা সহ্য করেনি।

মঙ্গলবার বিকালে ময়মনসিংহের ভালুকা উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ‘ধানের শীষ’ সম্বলিত লিফলেট এবং রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগকালে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

নয়ন বলেন, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না। বিএনপি জনগণের অধিকারের জন্য রাজনীতি করে। বাকস্বাধীনতার জন্য আমরা রাজপথে আন্দোলন করেছি। ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করেছি। জনগণ যদি আমাদের নির্বাচিত করে, তাহলে সবাইকে নিয়ে এবং সব রাজনৈতিক দলের পরামর্শ নিয়েই রাষ্ট্র পরিচালনা করব।

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ বিদায় হলেও দেশে গণতন্ত্র ফেরেনি। শেখ হাসিনা বিদায় হয়েছে, এখনও কিন্তু গণতন্ত্র ফিরে আসেনি। শেখ হাসিনা বিদায় নিয়েছে, এখনও আমাদের নেতা তারেক রহমান ফিরে আসেননি।

অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানিয়ে নয়ন বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা নির্যাতন নিপীড়ন খুন-গুম ধর্ষণ করেছে, একটি ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল, তাদের দ্রুত আইনের আওতায় আনুন। শেখ হাসিনাকে রেড নোটিশ জারি করে অতিদ্রুত বাংলাদেশের মাটিতে এনে বিচার করুন।

‘ভারতে পতিত স্বৈরাচার সাবেক ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা ষড়যন্ত্রে লিপ্ত। দেশ প্রেমিক ছাত্র-জনতাকে তাই থেমে গেলে চলবে না, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে।’

তিনি আরও বলেন, যে অবস্থানেই থাকুক না কেন বিএনপি জনকল্যাণে কাজ করে যাবে। নেতাকর্মীদের আচরণ সংযত রাখার নির্দেশ দেন তিনি।

এসময় ময়মনসিংহ জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/১৯নভেম্বর/জেবি

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ক্যানসারে আক্রান্ত বৃদ্ধের পাশে অভিনেত্রী মুক্তি
বৃহস্পতিবার থেকে স্বাভাবিক নিয়মে সাজেক ভ্রমণ করতে পারবেন পর্যটকরা
সংবিধান সংস্কার কমিশনের কাছে ১৮ প্রস্তাব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের 
ক্ষমতা নয়, জনসমর্থন নিয়ে দেশ পরিচালনা করতে চাই: তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা