স্বৈরশাসকের দোসররা ষড়যন্ত্র-চক্রান্ত অব্যাহত রেখেছে: লায়ন ফারুক
১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান বলেছেন, স্বৈরাচার আওয়ামী সরকারের পতন হলেও তাদের দোসরদের ষড়যন্ত্র থেমে নেই। তারা প্রশাসনসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ঘাপটি মেরে বসে আছে। অন্তর্বর্তী সরকার ও দেশকে অস্থিতিশীল করতে তারা ষড়যন্ত্র-চক্রান্ত অব্যাহত রেখেছে। এ ব্যাপারে আমাদের সবাইকে সজাগ-সতর্ক থাকতে হবে।
মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনের দলীয় কার্যালয়ে মুক্তিযুদ্ধের ৯নং সেক্টর কমান্ডার মেজর এম এ জলিলের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ লেবার পার্টি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শেষে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে লায়ন ফারুক বলেন, নির্বাচন দিতে যত বিলম্ব ঘটবে, ষড়যন্ত্রকারীরা তত সময় পর্যন্ত ষড়যন্ত্র চালিয়ে যাবে।
এ সময় মেজর জলিলের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার রুহের মাগফিরাত কামনা করেন লেবার পার্টির এই চেয়ারম্যান।
লেবার পার্টির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি অ্যাডভোকেট জাকির হোসেনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন লেবার পার্টির মহাসচিব মো. আমিনুল ইসলাম, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তরিকুল ইসলাম ভূঁইয়া, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান রাজা, লেবার পার্টির দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলাম, যুগ্ম মহাসচিব মো. হুমায়ুন কবির, শওকত হোসেন চৌধুরী, গণঅধিকার পরিষদের মো. আরিফ বিল্লাহ, জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের সভাপতি মোক্তার হোসেন।
অনুষ্ঠানে লেবার পার্টির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. হাবিবুর রহমান ও সদস্য মনিরুল ইসলাম খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/১৯নভেম্বর/জেবি/এমআর)
মন্তব্য করুন