বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ পলাশ, সম্পাদক ভিপি মুসা
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব একেএম মুসা (ভিপি মুসা)। এছাড়া সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন এ এইচ শুকরি সেলিম।
বুধবার দিনব্যাপী বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া।
উদ্বোধক ছিলেন জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান, প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব হাজী সিরাজুল ইসলাম সিরাজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ- সাংগঠনিক আমিনুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় সদস্য তকদির হোসেন মো জসিম, জেলা বিএনপির সদস্য বেলাল উদদীন সরকার তুহিন।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আসাদুজ্জামান শাহীন, জেলা বিএনপি নেতা এইচ আবুল বাশার, মোহাম্মদ মাহিন, সালেহ উদ্দিন, মোহাম্মদ মন্টু, কাউসার কমিশনার, নাছির সর্দার, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ভিপি তাজুল, জেলা যুবদলের সহ- সভাপতি মো শরীফ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সজীবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রোমেল আহমেদ, এডভোকেট আবদুল্লাহ আল মোহসীন, নবীনগর উপজেলা বিএনপি নেতা মো. রহমত উল্লাহ প্রমুখ। হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা এবং ইউনিয়নের নেতাদের প্রত্যক্ষ ভোটে তারা নির্বাচিত হন।
এদিকে সম্মেলন শেষে ফেরার পথে বিএনপির নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন জসিমের উপর সাবেক এমপি আব্দুল খালেকের লোকজন করে বলে অভিযোগ করেছেন জসিম। জসিমকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঢাকাটাইমস/২০নভেম্বর/জেবি
মন্তব্য করুন