শেখ হাসিনার অপর নাম আতঙ্ক: সালাম
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুস সালাম বলেছেন, দেশের মানুষ শেখ হাসিনার নাম শুনলে আতঙ্কে থাকেন। হাসিনা রাষ্ট্র পরিচালক নয় দানবে পরিণত হয়েছিলেন। যে তার মতের বিরোধিতা করেছে তার আর রেহাই ছিল না, হয় গুম নতুবা খুন।
তিনি বলেন, তার বাবা শেখ মুজিবুর রহমানও বিরোধী মত সহ্য করতে পারতেন না। তার অন্যায়ের প্রতিবাদ করায় জাতীয় চার নেতাকেও কোণঠাসা করে রেখেছিল। কোনো দেশপ্রেমিক মানুষ আওয়ামী লীগে টিকতে পারেনি।
রবিবার বিকালে রাজশাহী শহরে আলুপট্টি পদ্মা কনভেনশন সেন্টারে রাজশাহী বিভাগ বিএনপি আয়োজিত নাটোর, রাজশাহী জেলা ও মহানগরের এক সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাম বলেন, আওয়ামী লীগের রক্তে গণতন্ত্র নেই। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বে কোনো মুক্তিযোদ্ধা নেই। অথচ, এই দলটিই গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের নাম ব্যবহার করে চলেছে। আওয়ামী লীগ পারে না এমন কাজ নেই। এরা স্বার্থের প্রয়োজনে নিজ কর্মীকে হত্যা করে বিরোধী দলের নেতাদের ফাঁসাতে পারে। এরা ক্ষমতায় যাওয়ার জন্য গান পাউডার দিয়ে মানুষ পুড়িয়ে মারতে পারে। ক্ষমতায় টিকে থাকতে হাজারও মায়ের বুক খালি করতে তাদের বিবেক বাধা দেয় না।
তিনি বলেন, আগামীতে রাজনীতিতে সহবস্থান নিশ্চিত করতে হলে আওয়ামী লীগকে বয়কট করতে হবে। তাদের প্রভু রাষ্ট্রের যেমন কোনো প্রতিবেশী বন্ধু নেই, তেমনি এদেশেও আওয়ামী লীগের কোনো বন্ধু নেই। শুধু লুটেরা এবং দুর্নীতিবাজরাই আওয়ামী লীগ করতে পারে।
রাজশাহী বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন সৈকতের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম আলীম, ওবায়েদুর রহমান চন্দন প্রমুখ।
(ঢাকাটাইমস/২৪নভেম্বর/জেবি/এমআর)
মন্তব্য করুন