খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি ফিরিয়ে দেওয়ার দাবিতে তাঁতীদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ নভেম্বর ২০২৪, ০১:২৬
অ- অ+

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী তাঁতীদল।

বুধবার বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি বিজয়নগর মোড় ঘুরে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

বিক্ষোভ পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশে তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেন, স্বৈরাচার সরকার শেখ হাসিনা ঢাকা সেনানিবাসের বাড়ি হতে উনাকে এক কাপড়ে বাড়ি ত্যাগ করতে বাধ্য করেন। বেগম খালেদা জিয়া অশ্রুসিক্ত হয়ে বাড়ি ত্যাগ করেন। আমাদের দাবি (তাঁতীদল) এবং বাংলাদেশের জনগণের দাবি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাড়িটি ফিরিয়ে দিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। এজন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। অন্যথায় সারা বাংলাদেশের জনগণ আন্দোলন করে এই দাবি পূরণ করবে।

তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনতিবিলম্বে নিরপেক্ষ সরকারের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন করে জনগণের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান। অন্যথায় আন্দোলনের মাধ্যমে এই দাবি বাস্তবায়ন করা হবে।

ঢাকা মহানগর উত্তর তাঁতীদলের সভাপতি শামসুন্নাহার বেগমের সভাপতিত্বে সমাবেশে কেন্দ্রীয় তাঁতীদলের সদস্য সচিব হাজী মুজিবর রহমান, ঢাকা মহানগর উত্তর সাধারণ সম্পাদক এম. এ হান্নান খাঁনসহ বিভিন্ন থানার আহ্বায়ক, সদস্য সচিব ও অন্যান্য নেতা-কর্মীবৃন্দ বক্তব্য রাখেন।

ঢাকাটাইমস/২৭নভেম্বর/জেবি

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যড়যন্ত্র মোকাবিলায় আমরা সজাগ আছি, ঐক্যবদ্ধ আছি: প্রধান উপদেষ্টা
ক্যানসারে আক্রান্ত বৃদ্ধের পাশে অভিনেত্রী মুক্তি
বৃহস্পতিবার থেকে স্বাভাবিক নিয়মে সাজেক ভ্রমণ করতে পারবেন পর্যটকরা
সংবিধান সংস্কার কমিশনের কাছে ১৮ প্রস্তাব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা