দেশে ষড়যন্ত্রের নাটাই হাসিনা নয় মোদির হাতে: মাসুদ সাঈদী

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২৪, ১৯:৩১| আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ২০:৪৫
অ- অ+

ভারত থেকে বাংলাদেশে নানা ষড়যন্ত্র হচ্ছে এবং এই ষড়যন্ত্রের সুতার নাটাই ভরতে আশ্রিত শেখ হাসিনা নয় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে বলে মন্তব্য করছেন পিরোজপুরের জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী। তিনি বলেছেন, শেখ হাসিনা নরেন্দ্র মোদির পুতুল মাত্র।

শুক্রবার (২৯ ন‌ভেম্বর) দুপুরে পি‌রোজপু‌রের না‌জিরপু‌রে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাটিভাংগা ইউনিয়নের কর্মী সমাবেশে এ কথা বলেন তিনি। বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মা‌ঠে সমা‌বে‌শটি আয়োজিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে মাসুদ সাঈদী বলেন, আমরা বাংলাদেশকে একটি ইসলাম পরিপূরক কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়তে চাই। এর জন্য দরকার সৎ ও যোগ্য নাগরিক। সততার পাশাপাশি যোগ্য না হলে কেউ রাষ্ট্র চালাতে পারবেন না।

শেখ হাসিনার সরকার বাংলাদেশটাকে লুটেপুটে খেয়েছে মন্তব্য করে মাসুদ সাঈদী বলেন, শেখ হাসিনা নিজেই বলেছেন তার পিয়ন ৪০০ কোটি টাকার মালিক। দেশের মানুষ তার সাক্ষী। তা হলে অন্যরা কী পরিমাণ লুটপাট করেছে! এ সময় তিনি শেখ হাসিনা সরকারের সদস্য সাইফুজ্জামানের বিদেশে ছয় শতাধিক বাড়ির সন্ধান পাওয়ার তথ্য উল্লেখ করেন।

জামায়াত নেতা মাসুদ সাঈদী বলেন, ছাত্র-জনতার বিপ্লবে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। তবে বাংলাদেশে আওয়ামী লীগের আর কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দিব না আমরা।

এই ষড়যন্ত্রের সুতার নাটাই শেখ হাসিনার হাতে নেই বলে মন্তব্য করে মাসুদ সাঈদী নেতাকর্মীদের উদ্দেশে বলেন, মনে রাখবেন, ষড়যন্ত্র কিন্তু আওয়ামী লীগের নাম ব্যবহার করে হয়। কিন্তু ষড়যন্ত্রের সুতার নাটাই মোদির হাতে। হাসিনা তার পুতুল মাত্র। ওই সুতার টানে নাচে যে হাসিনা, ওই হাসিনার কথায় বাংলাদেশ চলবে না

ইউনিয়ন জামায়া‌তের সভাপ‌তি মাওলানা এস এম আবু দাউদের সভাপ‌তি‌ত্বে ও সেক্রেটারি মাওলানা আবুল কালাম, মো. সাইফুল্লাহ ও মো. মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, জিয়ানগর উপজেলার সাবেক আমির মাওলানা হাবিবুর রহমান, না‌জিরপুর উপ‌জেলা জামায়া‌তের আমির মাওলানা আব্দুর রাজ্জাক, উপজেলা সেক্রেটারি কাজী মোসলেহ উদ্দিন, মাটিভংগা ইউনিয়নের (সিএ) অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো. মোস্তাফিজুর রহমান, ওলামা বিষয়ক সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ, সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম প্রমুখ।

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/মোআ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুই বছর ধরে হাসপাতালে ভারতীয়ের লাশ, ফেরত যায় স্থানীয়রা
সোনারগাঁয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক
যত দ্রুত সম্ভব জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেবে সরকার, প্রত্যাশা মঈন খানের
জিকে শামীম ও তার মায়ের দুর্নীতি মামলার রায় ৩০ জানুয়ারি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা