অসুস্থ বিএনপি নেতা ফোরকানীকে দেখতে গেলেন রিজভী
বাইপাস সার্জারী হওয়া বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. ফোরকানী আলমকে দেখতে গেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী।
শনিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ফোরকানীর বাসায় যান তিনি। এসময় দলের চোয়ারম্যানের পক্ষ থেকে অনুদান তুলে দেন এবং তার স্বাস্থ্যের খোঁজ খবর নেন রিজভী।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল আলম, ড্যাবের যুগ্ম মহাসচিব ডা. মনোয়ারুল কাদির বিটু, বিএনপি নেতা জাকির হোসেন ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ডা. আউয়াল প্রমুখ।
(ঢাকাটাইমস/৩০নভেম্বর/জেবি/এমআর)
মন্তব্য করুন