এরশাদ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন ফখর-উজ-জামান জাহাঙ্গীর
![](/assets/news_photos/2024/12/02/image-373525.jpg)
হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন কাজী মামুনুর রশীদ। ট্রাস্টি বোর্ডের নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন ট্রাস্টি বোর্ডের সদস্য এবং জাতীয় পার্টির একাংশের প্রেসিডিয়াম সদস্য ফখর-উজ-জামান জাহাঙ্গীর।
সোমবার ট্রাস্টি বোর্ডের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় কাজী মামুন জানান, আমি শারীরিকভাবে অসুস্থ থাকায় আমার পক্ষে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। তাই আজ থেকে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে বোর্ডের সদস্য ফখর-উজ-জামান জাহাঙ্গীর চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। আজ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। সভায় বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২০১৯ সালে পুত্র এরিক এরশাদের দেখভালের জন্য এবং সামাজিক কর্মকাণ্ডের জন্য জাপা চেয়ারম্যান এই ট্রাস্টি বোর্ড গঠন করেন। জীবদ্দশায় তিনি এর চেয়ারম্যান ছিলেন। ২০১৯ সালে ১৪ জুলাই এরশাদ ইন্তেকাল করলে তখন ট্রাস্টি বোর্ডের সদস্য মেজর (অব.) খালেদ আকতার এর চেয়ারম্যান নিযুক্ত হোন। পরবর্তীতে ২০২০ সালের ডিসেম্বর মাসে করোনায় আক্রান্ত হয়ে মেজর (অব.) খালেদ আকতার মৃত্যুবরণ করলে ২০২১ সালের জানুয়ারিতে ট্রাস্টি বোর্ডের সর্বসম্মতিক্রমে বোর্ডের সদস্য সদস্য কাজী মামুনুর রশীদ চেয়ারম্যান নিযুক্ত হোন।
(ঢাকাটাইমস/০২ডিসেম্বর/জেবি/এমআর)
![google news](https://www.dhakatimes24.com/templates/web-v3/images/google-news.png)
মন্তব্য করুন