ক্লাব বিশ্বকাপের নতুন ট্রফি উন্মোচন করে বিতর্কে ফিফা

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ নভেম্বর ২০২৪, ১৭:৫৪| আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ১৭:৫৮
অ- অ+

৩২টি দল নিয়ে প্রথমবারের মতো সবচেয়ে বড় ক্লাব বিশ্বকাপের আয়োজন করতে যাচ্ছে ফিফা। ২০২৫ সালের ১৫ জুন শুরু হয়ে ১৩ জুলাই ক্লাব বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে। আসন্ন এই ক্লাব বিশ্বকাপের নতুন ট্রফি উন্মোচন করেছে ফিফা। ক্লাব শ্রেষ্ঠত্বের শিরোপা উন্মোচিত করেও বিতর্কে জড়ালো সংস্থাটি।

ক্লাব শ্রেষ্ঠত্বের শিরোপায় একাধিক জায়গায় খোদাই করা হয়েছে সংগঠনটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নাম। নকশা কিংবা ইতিহাস তুলে ধরার কারণে প্রশংসিত হলেও, ফিফা প্রেসিডেন্টের এমন কর্মকাণ্ডে সমালোচনাও কম হচ্ছে না। যদিও সম্পূর্ণ নতুন আঙ্গিকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্ট দিয়ে বদলে যাচ্ছে ক্লাব ফুটবলের পথরেখা।

ফুটবল বিশ্বকাপের মতো ক্লাব ফুটবলের বিশ্বকাপ কী? কেবল ইউরোপে আবদ্ধ প্রতি বছর হওয়া চ্যাম্পিয়ন্স লিগ নয় নিশ্চয়ই। ফুটবলপ্রেমীদের জন্য এবার সেই ক্লাব বিশ্বকাপের মঞ্চ প্রস্তুত করলো ফিফা। বহুদিন ধরে আলোচনায় থাকা এই ফরম্যাটের ট্রফি উন্মোচনেই সাড়া ফেলেছে ফুটবল নিয়ন্ত্রকরা।

স্বর্ণে মোড়ানো পৃথিবী আকৃতির ট্রফিটিতে ফিফার ২১১ সহযোগী দেশের নাম খোদাই করা। গ্রিক-ইংরেজি-হিন্দিসহ বিশ্বের ১৩ ভাষার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে সর্বজনীনতা। ৪ চাকতির একেবারে কেন্দ্রে ঠাই পেয়েছে ফুটবলের শুরুর দিনের নিয়ম, বিভিন্ন আইকন আর স্টেডিয়ামের ছবি।

তবে এতসব ডিটেইলড ডিজাইন ছাপিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন ফিফা সভাপতি। ছোট্ট এই ট্রফির দুটি ভিন্ন জায়গায় খোদাই করেছেন নিজের নাম। একটা অংশে ফাউন্ডিং প্রেসিডেন্ট হিসেবে জিয়ান্নি ইনফান্তিনোর নাম আর সিগচেনার, আরেকটা অংশে আবারো নিজের নাম ফিফার এই সংস্করণের মূল অনুপ্রেরণা হিসেবে।

নতুন নকশার এ ট্রফি নিয়ে জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘ফিফা ক্লাব বিশ্বকাপ ট্রফিটা সবার আকাঙ্ক্ষার বস্তু। এটাকে আমি প্রথমবার সামনাসামনি দেখেই বলি- অসাধারণ! এমনটাই তো চেয়েছিলাম। ফিফা ক্লাব বিশ্বকাপ শিরোপা অতীতকে সম্মানের পাশাপাশি খ্যাতি আর শ্রেষ্ঠত্বের বার্তা পাঠায়।’

ফুটবল বিশ্বকাপ শুরুর সময়ে ততকালীন ফিফা সভাপতিও নিজের নামে রেখেছিলেন ট্রফির নাম। যদিও জুলে রিমে নাম পেছনে ফেলে, ফুটবল পরে এগিয়ে গেছে নিজের গতিতে। ফিফা ক্লাব বিশ্বকাপের ক্ষেত্রেও একই কাজ করলেন বর্তমান সভাপতি। একটা ট্রফিতে দুটি ভিন্ন জায়গায় কেন নাম খোদাই করা হবে, তা নিয়েও সমালোচনা তুঙ্গে।

আগামী ৫ ডিসেম্বর ২৪ ক্যারেট স্বর্ণে তৈরী ট্রফি প্রথমবারের মতো জনসম্মুখে আসবে। মায়ামির টুর্নামেন্ট ড্র'র জন্য আপাতত অপেক্ষা এই আসরের ৩২ আর সবশেষ দলের। পহেলা ডিসেম্বর কোপা লিবারতেদোস ফাইনালে যারা জিতবে, তারাই জায়গা করে নিবে প্রথম সংস্করণে।

৩২ দলকে ৮টি গ্রুপে ভাগ করে শুরু হবে গ্রুপ পর্ব। প্রত্যেকে একে অন্যের বিপক্ষে খেলে শীর্ষ দুই দল যাবে রাউন্ড অব সিক্সটিনে। এরপর সিঙ্গেল লেগের নক আউট নিয়মে কোয়ার্টার, সেমি আর ফাইনাল।

আগামী বছরের জুনের ১৫ তারিখ শুরু হবে ফিফার এই সিগনেচার ক্লাব টুর্নামেন্ট। যুক্তরাষ্ট্রের ১১ শহরের ১২ ভেন্যুতে হবে ম্যাচ। ফাইনাল ১৩ জুলাই। ফিফা বিশ্বকাপের মতো ক্লাব বিশ্বকাপও অনুষ্ঠিত হবে প্রতি ৪ বছরে একবার করে।

(ঢাকাটাইমস/১৭ নভেম্বর/এনবিডব্লিউ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
ববি বিজনেস ক্লাবের সভাপতি মিরাজ, সম্পাদক মিম
ফ্যাসিস্ট হাসিনার পতনে নরেন্দ্র মোদি কষ্টে আছে: ড. আবদুল কাদের
অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার সব ধরনের চেষ্টা চলছে: মোশাররফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা