চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তানের করাচির হোটেলে আগুন, প্রাণে বাঁচল ক্রিকেটাররা

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ নভেম্বর ২০২৪, ১৪:২১| আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ১৪:২৩
অ- অ+

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান। তবে নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানে ক্রিকেট খেলতে যেতে রাজি নয় ভারতীয় দল। এদিকে গুঞ্জন উঠেছে, টুর্নামেন্টে অংশগ্রহণকারী দেশগুলোকে পাকিস্তানের বিপক্ষে টেনে নিতে অর্থের লোভও দেখাচ্ছে বিসিসিআই। তবে তার মাঝে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।

পাকিস্তানের করাচিতে সোমবার (১৮ নভেম্বর) টিম হোটেলে আগুন লেগেছে। সেই হোটেলে অবস্থান করছিল দেশটির জাতীয় মহিলা দল। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে মহিলা চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলো স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানায়, ‘সৌভাগ্যক্রমে, কোনো খেলোয়াড় আহত হননি। পিসিবি দ্রুত ঘটনাস্থল থেকে ওই পাঁচ খেলোয়াড়কে নিরাপদে সরিয়ে নিয়ে হানিফ মোহাম্মদ হাই-পারফরম্যান্স সেন্টারে পুনর্বাসন করা হয়েছে।’

পিসিবি দলগুলোর জন্য বিকল্প থাকার ব্যবস্থা করার চেষ্টা করলেও, করাচিতে চলমান আইডিয়াস সামরিক প্রদর্শনী চলাকালে কারণে কোনো হোটেল খুঁজে পাওয়া সম্ভব হয়নি। খেলোয়াড়দের স্বাস্থ্য ও নিরাপত্তা বিবেচনা করে টুর্নামেন্টটি সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বোর্ড জানিয়েছে।

অবশ্য এর পেছনে অন্য কারণও উল্লেখ করেছে পিসিবি। বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘প্রয়োজনীয় মানের প্রায় ১০০ কক্ষের বিকল্প থাকার অভাব এই সিদ্ধান্তে প্রভাব ফেলেছে।’

অবশ্য টুর্নামেন্ট শেষ করার কথাও জানিয়েছে তারা। টুর্নামেন্টের বিজয়ী নির্ধারণের জন্য পিসিবির সিদ্ধান্ত অনুযায়ী, চার রাউন্ডের ম্যাচের পর শীর্ষে থাকা দুই দল - ইনভিন্সিবলস এবং স্টার্স - ফাইনালে মুখোমুখি হবে। ফাইনালের তারিখ এবং স্থান পরবর্তীতে ঘোষণা করা হবে।

এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে টানাপোড়েনের এই সময় ক্রিকেটারদের টিম হোটেলে আগুনের ঘটনাকে বেশ বড় করেই দেখছে পাকিস্তানের নেটিজেনরা। বিষয়টিকে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের আগে বাঁধা বলেও বিবেচনা করছেন অনেকেই।

পাকিস্তানের নির্ধারিত সূচি অনুযায়ী চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে ঠিক ঠিক ৩ মাস পার, ফেব্রুয়ারির ১৯ তারিখ থেকে।

(ঢাকাটাইমস/১৯ নভেম্বর/এনবিডব্লিউ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২১১ রানের লিড নিয়ে স্বপ্নের মতো একটি দিন কাটালো বাংলাদেশ
কোন সময়ে শীতে রোদ পোহালে শরীরে তৈরি হবে ভিটামিন ডি
এলপিজির নতুন দাম ঘোষণা হবে বিকালে
এইচএসসি ও সমমানের ফরম পূরণ শুরু ২ মার্চ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা