হারের বৃত্ত ভাঙার চ্যালেঞ্জ নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দলের। পাকিস্তানকে তাদের মাটিতে টেস্টে হোয়াইটওয়াশ করে উড়তে থাকা বাংলাদেশ এরপর হেরেছে টানা চার টেস্টে। হারের বৃত্তে বন্দী বাংলাদেশের সামনে এবার ওয়েস্ট ইন্ডিজ পরীক্ষা। ক্যারিবিয়ারদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে আজ শুক্রবার (২২ নভেম্বর) মাঠে নামছে টাইগাররা।
বাংলাদেশ সময় রাত আটটায় অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শুরু হবে লড়াই। প্রথম টেস্ট জিতে হারের বৃত্ত ভাঙতে চায় বাংলাদেশ।
চোটের কারণে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত না থাকায় নেতৃত্ব দিচ্ছেন মিরাজ। ক্যারিবিয়ানে যাওয়ার আগে শারজাহতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে শান্তর অনুপস্থিতিতেই ওয়ানডে নেতৃত্বে অভিষেক হয়েছে এই অলরাউন্ডারের। এবার সাদা পোশাকে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন তিনি।
অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশের বাজে রেকর্ড আছে। টেস্ট ক্রিকেটে টাইগাররা সবচেয়ে কম রানে গুটিয়ে যাওয়ার লজ্জার রেকর্ড গড়েছিল এখানেই। ২০১৮ সালের ওই টেস্টে ক্যারিবীয়দের তোপের মুখে স্রেফ ৪৩ রানে অলআউট হয় বাংলাদেশ। সেই টেস্টে ২১৯ রানে হেরেছিল দল। দুই বছর আগে এই মাঠে এসে আবারও হেরেছিল টাইগাররা। সেই হারটা ছিল ৭ উইকেটে। এ পর্যন্ত টেস্ট সংস্করণে দুই দল মুখোমুখি হয়েছে ২০ বার। যেখানে ক্যারিবীয়দের জয় ১৪টি। বাংলাদেশের দুটি। অন্য ম্যাচ দুটি অমীমাংসিতভাবে শেষ হয়েছে।
এবারের সিরিজেও আন্ডারডগ বাংলাদেশ। দলে রয়েছে অভিজ্ঞতার ঘাটতি। চোট নিয়ে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসানকেও পাচ্ছে না টাইগাররা। সাম্প্রতিককালে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট সিরিজে খেলা হচ্ছে না বাঁ-হাতি অলরাউন্ডারের। ঘরের মাঠ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিদায়ী টেস্ট খেলার আশা ছিল সাকিবের। কিন্তু শেষ পর্যন্ত আশাহত হতে হয়েছে তাকে। সাকিবের টেস্ট ক্যারিয়ার একরকম শেষ হয়ে গেছে বলেই এখন আশঙ্কা করা হচ্ছে।
সাকিবকে যে পাওয়া যাচ্ছে না টেস্ট সিরিজে সেটির আলামত অবশ্য আগে থেকেই ছিল। কিন্তু মুশফিক ও নাজমুলের সিরিজ থেকে ছিটকে যাওয়ার ঘটনাটা বাংলাদেশের জন্য বড় অস্বস্তির কারণ। নাজমুলের পরিবর্তে দলে নেওয়া হয়েছে শাহাদাত হোসেন দীপুকে। গত বছরের নভেম্বরে সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক হয়েছিল তার। চার টেস্টে আট ইনিংসে ১১৮ রান করেছিলেন দীপু।
অ্যান্টিগার উইকেট সাধারণত পেস বান্ধব। তারপরও বাংলাদেশ অবশ্য চার পেসারের বিলাসিতা দেখাবে না। হাসান মাহমুদ-তাসকিন থাকছে পেস বোলিংয়ের দায়িত্বে, তৃতীয় সিমার হিসেবে নাহিদ রানা কিংবা শরিফুলের মধ্যে একজন। মিরাজের খেলা বাধ্যতামূলক। প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে তাইজুলকে চ্যালেঞ্জ জানাচ্ছেন হাসান মুরাদ।
অভিজ্ঞতার কিছুটা ঘাটতি আছে ওয়েস্ট ইন্ডিজেরও। অভিজ্ঞ পেসার ও নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডারকে পাচ্ছে না ক্যারিবীয়রা। চোটের সঙ্গে লড়াই চলছে তার। কাঁধের ইনজুরিতে ভুগছেন তিনি। হোল্ডারের শূন্যস্থানে নেতৃত্বের জোয়াল পড়ছে ক্রেইগ ব্র্যাথওয়েটের কাঁধে। সিরিজটি ওয়েস্ট ইন্ডিজ খেলবে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে।
(ঢাকাটাইমস/২২নভেম্বর/এনবিডব্লিউ)
মন্তব্য করুন