চ্যাম্পিয়ন্স লিগ: রোনালদোর জোড়া গোলে আল নাসরের দুর্দান্ত জয়

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২৪, ১১:১২
অ- অ+

বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজের পায়ের জাদুতে ফুটবল মাঠে একের পর এক রেকর্ড সৃষ্টি করছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। জাতীয় দল ও ক্লাবের হয়ে দুর্দান্ত পারফর্ম করছেন তিনি। এবার মাঠে ক্রিশ্চিয়ানো রোনালদোর আরেকটি জাদুকরি রাত দেখল ফুটবল বিশ্ব। সৌদি লিগে আল কাদিসিয়াহ'র বিপক্ষে তার গোলের পরও হেরে গিয়েছিল আল নাসর। কিন্তু এএসি চ্যাম্পিয়ন্স লিগে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন ৩৯ বছর বয়সী রোনালদো।

সোমবার (২৫ নভেম্বর) এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল ঘারাফার বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে আল নাসর। জোড়া গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আল নাসরের পক্ষে বাকি গোলটি করেন অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল। আল ঘারাফার পক্ষে একটি গোল শোধ করেন হোসেলু।

এই জয়ে গ্রুপ বি'তে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে আল হিলালকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে আল নাসর। শীর্ষে থাকা আল আহলি সৌদির সংগ্রহ ১৫ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা আল হিলালের সংগ্রহ ১২ পয়েন্ট। আজ রাতে আল সাদকে হারাতে পারলে আল হিলাল এর আল নাসরকে টপকে যাবে।

দারুণ ছন্দে থাকা রোনলদোর গোলে ৪৬ মিনিটে এগিয়ে যায় আল নাসর। ডি-বক্সের ভেতর থেকে হেডে প্রথম গোলটি করেন তিনি। আর ৬৪ মিনিটে তার দ্বিতীয় গোলটি আসে বক্সের ভেতর থেকে নিখুঁত শটে। মাঝে আল নাসরের পক্ষে গোল করেন তরুণ ব্রাজিলিয়ান তারকা অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল।

এই নিয়ে টানা ৩ ম্যাচে পাঁচ গোল করলেন রোনালদো। উয়েফা নেশন্স কাপে জাতীয় দলের জার্সিতে পোল্যান্ডের বিপক্ষে জোড়া গোল দিয়ে শুরু। এরপর ক্লাবের হয়ে আল কাদিসিয়াহ'র বিপক্ষে গোলের পর আল ঘারাফার বিপক্ষে ফের জোড়া গোল। সব মিলিয়ে চলতি মৌসুমে ক্লাবের হয়ে ১৭ ম্যাচে ১৩ গোল করেছেন রোনালদো। আর চলতি বছর এই পর্তুগিজের গোল সংখ্যা দাঁড়িয়েছে ৪০।

ক্যারিয়ারের ৯১৩তম গোলের দিনে দারুণ এক মাইলফলক ছুঁয়েছেন রোনালদো। পর্তুগিজ মহাতারকা বয়স ৩০ পার হওয়ার পর সব মিলিয়ে ৫৫০ গোলে অবদান রাখলেন। ম্যাচ শেষে অবশ্য দলের জয়েই খুশি রোনালদো। এই জয় তিনি তার ভক্ত ও ক্লাবকে উৎসর্গ করেছেন।

(ঢাকাটাইমস/২৬ নভেম্বর/এনবিডব্লিউ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যড়যন্ত্র মোকাবিলায় আমরা সজাগ আছি, ঐক্যবদ্ধ আছি: প্রধান উপদেষ্টা
ক্যানসারে আক্রান্ত বৃদ্ধের পাশে অভিনেত্রী মুক্তি
বৃহস্পতিবার থেকে স্বাভাবিক নিয়মে সাজেক ভ্রমণ করতে পারবেন পর্যটকরা
সংবিধান সংস্কার কমিশনের কাছে ১৮ প্রস্তাব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা