আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে বাংলাদেশের লক্ষ্য ১৮৬ রান
ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টাইগ্রেসদের লক্ষ্য এবার হোয়াইটওয়াশ। সে লক্ষ্য পূরণে অর্ধেক কাজ সেরে দিল বোলাররা। আয়ারল্যান্ডকে অল্প রানেই বেঁধে রেখেছেন সুলতানা-নাহিদারা।
সোমবার (২ ডিসেম্বর) মিরপুরে সিরিজের তৃতীয় ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল সফরকারী আয়ারল্যান্ড। নির্ধারিত ৫০ ওভারে ১৮৫ রান তুলে অলআউট হয়ে গেছে আইরিশ নারীরা।
ব্যাট করতে নামা আইরিশদের শুরুতেই ধাক্কা দেন সুলতানা। ৫ রান করা সারাহ ফরবেসকে বোল্ড করেন তিনি। তবে ওয়ান ডাউনে নামা অ্যামি হান্টারকে নিয়ে ঘুরে দাঁড়ান অধিনায়ক গ্যাবি লুইস।
তবে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রান তুলতে হাঁসফাঁস করেছে আইরিশরা। ২০তম ওভারের প্রথম বলে রাবেয়ার বলে হান্টার এলবিডব্লিউয়ের শিকার হন। আইরিশদের রান তখন মোটে ৫৭। ৪০ বলে ২৩ রান করেন হান্টার।
ওরলা প্রেন্ডারগাস্টের সঙ্গে আরও একটি জুটি গড়েন লুইস। ৪০ রানের জুটি গড়ার পথে অর্ধশতক তুলে নেন আইরিশ অধিনায়ক। এই জুটি ভাঙেন ফাহিমা। বোল্ড হওয়ার আগে ৭৯ বলে ৯ চারে ৫২ রান করেন লুইস।
লুইসের বিদায়ের পর দ্রুত উইকেট হারাতে থাকে আইরিশরা। লেয়াহ পল ৯, প্রেন্ডারগাস্ট ২৭ এবং উনা রেমন্ড-হোয়ি ৬ রান করে বিদায় নেন।
(ঢাকাটাইমস/০২ ডিসেম্বর/এনবিডব্লিউ)
মন্তব্য করুন