জ্যামাইকা টেস্ট: তাইজুলের জোড়া আঘাত, ১০৬ রানেই ৪ উইকেট নেই ওয়েস্ট ইন্ডিজের

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০২৪, ০১:৩৮| আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৭:২৯
অ- অ+

জ্যামাইকা টেস্টে ১৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২৬৮ রানে থামে বাংলাদেশ। যার ফলে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য দাঁড়ায় ২৮৭ রান। বাংলাদেশের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করে ওয়েস্ট ইন্ডজ। তবে তাইজুলের স্পিন ঘূর্ণিতে ১০৬ রানেই ৪ উইকেট হারালো ওয়েস্ট ইন্ডজ।

ওয়েস্ট ইন্ডজের হয়ে দ্বিতীয় ইনিংসে ওপেনিংয়ে নামেন ক্রেইগ ব্রাথওয়েট ও মিকাইল লুইস। শুরু থেকেই দেখেশুনে খেরতে থাকেন তারা। প্রথম ৪ ওভারে তুলে নেন ২৩। তবে পরের ওভারেই এই ‍জুটিকে থামান তাইজুল ইসলাম। তাইজুলের বলে শাহাদাত হোসেন দীপুর হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান মিকাইল লুইস।

মিকাইল লুইসের বিদায়ের পর ৪ ওবার ২ বলে ২৩ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায় ওয়েস্ট ইন্ডিজ। বিরতি থেকে ফিরে কেসি কার্টিকে নিয়ে জুটি গড়েন ক্রেইগ ব্রাথওয়েট। ক্রমেই ভযঙ্কর হতে থাকে এই জুটি। অবশেষে এই জুটি ভেঙে বাংলাদেশকে স্বস্তি এনে দেন কাসকিন আহমেদ। তাসকিনের বলে লিটন দাসের হাতে ক্যাচ তুলে দিযে সাজঘরে ফিরে যান কেসি কার্টি। তার বিদায়ে ভাঙে ৩৪ রানের জুটি।

কেসি কার্টি ফিরে গেলে কাভেম হজের সঙ্গে জুটি গড়েন ক্রেইগ ব্রাথওয়েট। দেখেশুনেই খেলতে থাকেন তারা। তবে বেশিদূর এগোনোর আগেই এই জুটিকে থামান তাইজুল ইসলাম। তাইজুলের বলে মাহমুদুল হাসান জয়ের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান ক্রেইগ ব্রাথওয়েট। আউট হওয়ার আগে করেন ৬৩ বলে ৪৩ রান। মাত্র ৭ রানের জন্য অর্ধশতক মিস করেন তিনি। তার বিদায়ে ৯২ রানে ৩ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডজ।

ক্রেইগ ব্রাথওয়েটকে ফেরানোর পর আবারও ওয়েস্ট ইন্ডিজ শিবিরে আঘাত হানেন তাইজুল ইসলাম। এবার তাইজুরের শিকার হন আলিক আথানজে। ৬ বলে মাত্র ৫ রান করে তাইজুলের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান তিনি। তার বিদাযে ১০৬ রানেই ৪ উইকেট হারালো স্বাগতিকরা।

ব্যাটিং ব্যর্থতায় জ্যামাইকা টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৬৪ রানেই অলআউট হয় বাংলাদেশ। বাংলাদেশকে মাত্র ১৬৪ রনে অলআউট করে ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটিংয়ে নেমে ১ উইকেটে ৭০ রান করে দ্তিীয় দিনের খেলা শেষ করে ওয়েস্ট ইন্ডিজ। আর তৃতীয় দিনে নাহিদ রানার বোলিং তোপে ১৪৬ রানেই থামে স্বাগতিকদের ইনিংস।

যার ফলে ১৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২৬৮ রানে থামল বাংলাদেশ। যার ফলে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজকে করতে হবে ২৮৭ রান।

(ঢাকাটাইমস/০৩ ডিসেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্রমজীবী মানুষের সমস্যা সমাধানই হবে এবি পার্টির শ্রমিক রাজনীতি: মজিবুর রহমান মঞ্জু 
কোকোর কবরে বিএনপি নেতা জনির শ্রদ্ধা
বাংলাদেশে জলবায়ু সংকটে ৩ কোটি ৩০ লাখ শিশুর শিক্ষা ব্যাহত: ইউনিসেফ
ভোটের অধিকার ফেরাতে জনগণকে দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে: তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা