নরসিংদীতে মাদ্রাসাছাত্রীর রহস্যজনক মৃত্যু

এম লুৎফর রহমান, নরসিংদী প্রতিনিধি
  প্রকাশিত : ২৫ নভেম্বর ২০১৬, ১৯:৩৭
অ- অ+
ফাইল ছবি

নরসিংদীর মাধবদীতে সায়মা বেগম নামের চতুর্থ শ্রেণির এক মাদ্রাসাছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

সায়মা (১২) মাধবদী পৌর শহরের রয়নাতুল সুন্নতে মাদ্রাসার ছাত্রী ছিল। তার বাবার নাম জাহাঙ্গীর মিয়া। বাড়ি সদর উপজেলার চরদিঘলদী গ্রামে।

বৃহস্পতিবার সায়মা হঠাৎ অসুস্থ হলে তাকে হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

নিহত ছাত্রীর পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, সায়মা মাদ্রাসার আবাসিক ছাত্রী ছিল। সে কিছুদিন বাড়িতে ছিল। রবিবার তাকে ছাত্রীনিবাসে দিয়ে যায় অভিভাবকরা। বৃহস্পতিবার সকালে মাদ্রাসার এক শিক্ষক মুঠোফোনে পরিবারের লোকজনকে সায়মার অসুস্থতার কথা জানান। পরিবারের লোকজন গিয়ে দেখেন, সায়মার মুখ দিয়ে লালা বের হচ্ছে। প্রথমে তাকে নেওয়া হয় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদীর একটি বেসরকারি হাসপাতালে। পরে আনা হয় নরসিংদী সদর হাসপাতালে। সদর হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানানো হয়, হাসপাতালে আনার আগেই সায়মার মৃত্যু হয়েছে। ওই সময় তার মুখ-নাক দিয়ে ফেনা বের হচ্ছিল।

সদর মডেল থানার এসআই জাকারিয়া আলম বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

(ঢাকাটাইমস/২৫নভেম্বর/প্রতিনিধি/জেডএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোরে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি ৩ আয়োজিত কুমিল্লা এবং চাঁদপুর জেলার ত্রাণ বিতরণ
আজ দেশে ফিরছেন মির্জা ফখরুল, বিকালে যোগ দেবেন যৌথসভায়
ওজন কমানো থেকে ক্যানসার-ডায়াবেটিস প্রতিরোধ, সবেতেই ওস্তাদ বাঁধাকপি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা