মাগুরায় আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ ডিসেম্বর ২০১৬, ১০:৫২

মাগুরার শ্রীপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে তিনজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন জখম হয়েছেন।

উপজেলার সব্দালপুর গ্রামে শুক্রবার রাতে এই সংঘর্ষ হয়। এ সময় বেশকিছু বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগও পাওয়া গেছে।

গুলিবিদ্ধরা হলেন- আবু জাফর, রনি মোল্যা, শামীম হোসেন। এই তিনজন রফিকুল ইসলামের সমর্থক।

রাত ৮টার দিকে সব্দালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সাব্বির মোল্যা ও সব্দালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সম্পাদক রফিকুল ইসলামের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।

সদর হাসপাতালে ভর্তি আবু জাফরসহ অন্যরা জানান, কিছুদিন আগে হয়ে যাওয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদের প্রতিদ্বন্দিতা নিয়ে সাব্বির মোল্যা ও রফিকুল ইসলামের সমর্থকদের মধ্যে উত্তেজনা চলছিল। এই উত্তেজনার এক পর্যায়ে শুক্রবার সন্ধ্যায় প্রতিপক্ষ রফিকুল গ্রুপের হামলায় সাব্বির গ্রুপের সমর্থক পান্নু আহত হন। এই হামলার জের ধরে রাত ৮টার দিকে ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে উভয় পক্ষের সংঘর্ষ হয়।

তাদের অভিযোগ, সংঘর্ষের এক পর্যায়ে প্রতিপক্ষ গ্রুপের নেতা সাব্বির হোসেন তার লাইসেন্সকৃত অস্ত্র দিয়ে গুলি ছুড়লে তারা আহত হন। তবে সাব্বির মোল্যা এ অভিযোগ অস্বীকার করেছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম জানান, পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

(ঢাকাটাইমস/১০ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :