মুন্সীগঞ্জে দুই বাসের সংঘর্ষে নিহত ২
মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কে দুইটি বাসের সংঘর্ষ হয়েছে। এতে নিহত হয়েছেন দুইজন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
শনিবার দুপুর সোয়া ২টার দিকে শ্রীনগর উপজেলার কেয়াটখালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
হাসাড়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোরশেদ তালুকদার জানান, আরাম পরিবহন ও গুধূলি পরিবহন দুইটি বাসের সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলে দুইজন মারা যান। আহত হয়েছেন অন্তত ১৫ জন।
তিনি জানান, তিন জনকে আশঙ্কাজনক অবস্থায় শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
(ঢাকাটাইমস/২৪ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন