কৃষ্ণ সাগরে বিধ্বস্ত রুশ সামরিক বিমান

৯১ আরোহী নিয়ে নিখোঁজ রুশ সামরিক বিমানের ধ্বংসাবশেষ মিলেছে কৃষ্ণ সাগরে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে আরটি নিউজ। তবে বিমানটি কেন বিধ্বস্ত হয়েছে সেটি নিশ্চিত করতে পারেনি রাশিয়ার এই সংবাদ সংস্থাটি।
বার্তা সংস্থা স্পুটনিক জানায়, সোচির উপূকল থেকে ছয় কিলোমিটার দূরে একটি মৃতদেহ পেয়েছেন উদ্ধারকর্মীরা। ওই এলাকার সাগরে প্রায় দেড় কিলোমিটার এলাকায় বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে।
একটি কেএ-৩২ হেলিকপ্টার ও সাতটি নৌযান নিয়ে সেখানে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।
কর্মকর্তাদের বরাত দিয়ে স্পুটনিক জানিয়েছে, উড্ডয়নের সাত মিনিটের মাথায় বিমানটি বিধ্বস্ত হয়।
রুশ ফেডারেশনের কাউন্সিল কমিটি অন ডিফেন্স অ্যান্ড সিকিউরিটির চেয়ারম্যান ভিক্তর ওজেরভ নাশকতার সম্ভাবনা নাকচ করে বলেছেন, যান্ত্রিক গোলযোগের কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।
বিবিসি-র নিউজে বলা হয়, ৯১ আরোহী নিয়ে রুশ সামরিক বিমান কৃষ্ণ সাগরে বিধ্বস্ত হয়। মস্কোর স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটে কৃষ্ণ সাগরের তীরবর্তী অবকাশ কেন্দ্র সোচির আডলার বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছু পরেই রাডার থেকে উধাও হয়ে যায়। রুশ সেনাবাহিনীর সংগীত শিল্পীদের একটি দল এবং সাংবাদিকদের নিয়ে এটি সিরিয়ার লাটাকিয়া প্রদেশের উদ্দেশে যাত্রা করেছিল।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগনোর কোনাসহেনকোভ বলেন, সিরিয়ার মোতায়েন করা রুশ সেনাদের বর্ষবরণ উৎসবে সংগীত পরিবেশ করতে ওই দলটি সেখানে যাচ্ছিল।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বন্ধুপ্রতীম দেশ রাশিয়া দেশটিতে জঙ্গিগোষ্ঠীগুলোর বিরুদ্ধে বিমান হামলায় অংশ নেয়।
(ঢাকাটাইমস/২৫ডিসেম্বর/জেএস)

মন্তব্য করুন