মসজিদ সভাপতির উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ মুক্তারপুর গোসাইবাগ এলাকার মসজিদ কমিটির সভাপতিকে মারধর করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে মুক্তারপুর পুরাতন ফেরিঘাট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
স্থানীয়রা জানায়, গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোসাইবাগ এলাকায় সন্ত্রাসী রহমান ও বাহিনী মসজিদ কমিটির সভাপতি বদিউর রহমান ফটিককে হামলা চালিয়ে গুরুতর আহত করে।
এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে মানববন্ধন বিক্ষোভ মিছিল সমাবেশ করে। তারা দাবি জানায়, অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন- বদিউর রহমান ফটিকের বড় মেয়ে বৃষ্টি আক্তার, জয়নাল মাদরব, আ: রব মাদবর, আনোয়ার হোসেন, কিবরিয়া প্রমুখ।
(ঢাকাটাইমস/২৫ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন