নিখোঁজের পাঁচ দিন পর যুবকের লাশ উদ্ধার
মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিখোঁজ হবার পাঁচ দিন পর উদ্ধার হলো বত্রিশ বছরের বিকাশ বর্মনের লাশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার শেখরনগর ইউনিয়নের গোপালপুরের কাছে ইছামতি নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
উপজেলার শেখরনগর ইউনিয়নের জেলেপাড়া গ্রামের মৃত সুনিল বর্মনের ছেলে বিকাশ বর্মন মেলায় যাবার কথা বলে বাড়ি থেকে বের হয়ে পাঁচ দিন আগে নিখোঁজ হন। পরে শেখরনগর ইউনিয়নের গোপালপুর গ্রামে ইছামতি নদী থেকে দুপুরে পুলিশ তার লাশ উদ্ধার করে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসান জানান, দুপুরে ইছামতি নদীতে পচা লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে সিরাজদিখান থানায় একটি মামলা প্রক্রিয়াধীন আছে।
(ঢাকাটাইমস/২৯ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন