সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে সিরাজদিখানে মানববন্ধন
সিরাজগঞ্জের শাহজাদপুরে মেয়রের গুলিতে সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে সিরাজদিখানের সংবাদিকবৃন্দ।
রবিবার সকাল সাড়ে ১০টার দিকে সিরাজদিখান প্রেসক্লাবের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
এ সময় সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি ও এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি কে.এন ইসলাম বাবুল বলেন, শিমুল হত্যাকারীদের ফাঁসির দড়িতে ঝুলার আগ পর্যন্ত আমাদের কলম চলবে। আমাদের কর্মসূচি চলবে।
সমকালের সিরাজদিখান প্রতিনিধি ইমতিয়াজ উদ্দিন বাবুল বলেন, সারাদেশে সংবাদিকদের উপর নির্যাতন এবং শিমুল হত্যায় আমরা গভীর শোকাহত। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
(ঢাকাটাইমস/৫ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন