পশ্চিম মসুলে সাড়ে তিন লাখ শিশু আটকা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৪৪ | প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৩৯

ইরাকের পশ্চিম মসুল শহরে প্রায় সাড়ে তিন লাখ শিশু আটকা পড়েছে দাবি করেছে শিশু অধিকার-বিষয়ক আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন। রবিবার ইরাকের সরকারি বাহিনী পশ্চিম মসুল দখলে বড় ধরনের অভিযান শুরু করেছে। খবর এনডিটিভির।

লন্ডনভিত্তিক দাতব্য সংস্থাটির ইরাকের কান্ট্রি ডিরেক্টর মাউরিজিও ক্রিভালেরো বলেন, ‘যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ইরাক ও তাদের মিত্র বাহিনীর উচিত যেকোনো মূল্য শিশু ও তাদের পরিবারকে ক্ষতির হাত থেকে রক্ষা করা। অভিযানের সময় স্কুল, কলেজ, হাসপাতাল ইত্যাদি বেসামরিক প্রতিষ্ঠানকে হামলা থেকে রক্ষা করতে হবে।’

তিনি সতর্ক করে বলেন, ‘অধিকাংশ পরিবারের জন্য পালিয়ে যাওয়ার সুযোগ কোনো বিকল্প নয়। এতে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের স্নাইপার এবং ল্যান্ডমাইন বিস্ফোরণে মারা যাওয়ার ঝুঁকি থাকে। এখানকার অধিবাসীদের খাবার, পানি, ওষুধও ফুরিয়ে যাচ্ছে।’

এক বিবৃতিতে ক্রিভালেরো জানান, পশ্চিম মসুলের শিশুদের সামনে এখন ভয়ানক বিকল্প। সেখানে থাকলে বোমা, ক্রসফায়ার, ক্ষুধার যন্ত্রণা ভোগ করতে হবে। আবার পালালে আইএস জঙ্গিরা তাদের মৃত্যুদণ্ড বা স্নাইপার দিয়ে গুলি করে হত্যা করবে।

তিনি বলেন, ‘যত দ্রুত সম্ভব এখানকার বেসামরিক নাগরিকদের নিরাপদে পালিয়ে আসার পথ নিশ্চিত করতে হবে।’

ইসলামিক স্টেটের (আইএস) শেষ শক্ত ঘাঁটি পশ্চিম মসুল জঙ্গিমুক্ত করতে রবিবার বড় ধরনের অভিযান শুরু করেছে ইরাকি বাহিনী। ২০১৪ সালে সিরিয়া ও ইরাকে বিশাল অংশ দখল করে নেয়ার সময় মসুলও দখল করে নেয় আইএস জঙ্গিরা। এই শহর থেকেই গোষ্ঠীটির প্রধান আবু বকর আল বাগদাদি তথাকথিত ‘খেলাফত’ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন।

গত বছরের অক্টোবর থেকে ইরাকি বাহিনী মসুল শহর পুনর্দখলে অভিযান শুরু করে। ২৪ জানুয়ারি পূর্ব মসুল পুরোপুরি আইএস মুক্ত করেছে বলে ঘোষণা দেয়।

বর্তমানে ইরাকি বাহিনী বিশাল চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। পশ্চিম মসুলের পুরাতন শহরের রাস্তাঘাট সংকীর্ণ হওয়ায় সামরিক বাহিনীর অনেক গাড়িই প্রবেশ করা কষ্টসাধ্য হবে।

সেভ দ্য চিলড্রেন সতর্ক করে জানায়, মসুলের এই সরু এবং জনবহুল এলাকায় কামানের গোলা বা অন্যান্য বিস্ফোরক অস্ত্র ব্যবহার করা মারাত্মক প্রাণঘাতী হবে। যা এখানকার যুদ্ধে আর ঘটেনি।

(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

‘আইসিজে গণহত্যা মামলায় যোগ দেবে মিশর, ইসরায়েলের জন্য কঠোর আঘাত’

আফগানিস্তানে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৩১৫

এবার সমাবর্তন বর্জন ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

পশ্চিম এশিয়ায় পরিযায়ী পাখিদের প্রধান শীতকালীন আবাস ইরান

কানাডায় শিখ নেতা হরদীপ হত্যাকাণ্ডে আরও ১ জন গ্রেপ্তার

আগামী বছরই অবসর নেবেন মোদি, প্রধানমন্ত্রী হবেন অমিত শাহ: বিস্ফোরক দাবি কেজরিওয়ালের 

৩ লাখ ফিলিস্তিনিকে পূর্ব রাফাহ থেকে সরিয়ে নেওয়া হয়েছে: ইসরায়েল

রাফাহ শহর ও সীমান্ত কেন এত গুরুত্বপূর্ণ?

ব্রাজিলের বন্যা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৭

পৃথিবীতে শক্তিশালী সৌরঝড়ের আঘাত, ইন্টারনেট ও বিদ্যুৎ বিপর্যয়ের শঙ্কা

এই বিভাগের সব খবর

শিরোনাম :