পিরোজপুরে যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের শ্রদ্ধা

সৈয়দ মাহ্ফুজ রহমান, পিরোজপুর প্রতিনিধি
 | প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০১৭, ২২:২৬

যথাযোগ্য মর্যাদায় পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের স্মরণ করে মহান শহীদ ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন করেছে পিরোজপুরবাসী।

ভাষা শহীদের উদ্দেশ্যে দিবসের প্রথম প্রহরে মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে সর্বস্তরের হাজারো মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

ভাষা শহীদদের স্মরণ উপলক্ষে পিরোজপুরের সদর, কাউখালী, ভা-ারিয়া, ইন্দুরকানী, মঠবাড়িয়া, স্বরুপকাঠী, নাজিরপুর উপজেলায় উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, সুশীল সমাজ, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা সংসদ, সাংবাদিকরা বিভিন্ন কর্মসূচি পালন করেন। আলোচনা সভা, টুর্নামেন্ট উদ্বোধনসহ নানা আয়োজনে দিবসটি পালিত হয়।

পিরোজপুর জেলা প্রশাসন, বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিবসটি পালন করেছে।

শুধু তাই নয়, দিবসটি পালন করেছে কোমলমতি শিশুরাও। অনেক শিশু ২১ ফেব্রুয়ারির আয়োজন দেখে দেখে নিজ বাড়িতে ছোট পরিসরে, নিজের খেয়াল খুশিমতে গড়ে তুলেছে শহীদ মিনার। কেউ কাঁদামাটি, কেউ কলা গাছ দিয়ে তৈরি করে তাতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে।

পিরোজপুর জেলা প্রশাসক খায়রুল আলম শেখ, পিরোজপুর পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেন জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়াও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল হাকিম হাওলাদার, পিরোজপুর পৌরসভার মেয়র মো. হাবিবুর রহমান মালেক, আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, জাতীয়তাবাদী দল বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন, অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠন শহীদদের স্মরণ করে শ্রদ্ধা জানায়।

ভাণ্ডারিয়া:

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে সর্বস্তরের মানুষ ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে। ভাষা শহীদের উদ্দেশ্যে প্রভাত ফেরি অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পৌরসভা, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা জানায়। এসময় শহীদ মিনার চত্বর জুড়ে মানুষের ঢল নামে।

এসময় ভাণ্ডরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোহাম্মদ রুহুল কুদ্দুস, উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফাইজুল রশিদ খসরু, সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান, আসমা আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান তালুকদার, ভা-ারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এইচ এম জহিরুল ইসলামসহ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি (জেপি)র নেতৃবৃন্দসহ অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইন্দুরকানী:

জেলার ইন্দুরকানীতে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাত ১২.০১ মিনিটে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বাংলাদেশ পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আ’লীগ, বিএনপি, জাতীয় পার্টির (জেপি) অংগ ও সহযোগী সংগঠন, সাংবাদিক, শহীদ মিনারে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

উপজেলা পরিষদের শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণের মধ্যদিয়ে মাতৃভাষা দিবসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এ উপলক্ষে সকালে উপজেলা নির্বাহী অফিসার মো. নুরুল হুদার নেতৃত্বে প্রভাতফেরি বের হয়। প্রভাতফেরি শেষে উপজেলা হলরুমে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. নুরুল হুদা, উপজেলা আ’লীগের সভাপতি অ্যাড. এম. মতিউর রহমান, সাধারণ সম্পাদক মো, মনিরুজ্জামান মৃধা, ইন্দুরকানী কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান সিকদার, ওসি মো. নাসির উদ্দিন, উপজেলা জেপির সভানেত্রী শারমিন হোসেন প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মো. তৌহিদীন ভূইয়া, পত্তাশী ইউপি চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন হাওলাদার, বালিপাড়া ইউপি চেয়ারম্যান মো. কবির হোসেন বয়াতী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, আ’লীগ নেতা সাইদুর রহমান, মাহবুবুল আলম, উপজেলা মহিলা আ’লীগের সভানেত্রী দিলরুবা মিলন প্রমুখ।

কাউখালী:

উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলার বিএনপির উদ্যোগে উত্তর বাজার দলীয় কার্যলয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

সভায় কাউখালী উপজেলা চেয়ারম্যান ও বিএনপির সভাপতি এস.এম আহসান কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ,এম দ্বীন মোহম্মদ, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হাসান নিকসন, সহ-সভাপতি ফারুক হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রোকন, দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন আলি, বিএনপির প্রচার সম্পাদক রফিকুল ইসলাম রফিক, আমরাজুড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মুক্তিযোদ্বা আ. ছালাম ও কাউখালী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আজম আলী খান, শিয়ালকাঠি ইউনিয়ন বিএনপির সাধাারণ সম্পাদক শাহ আলম সেপাই, সদর ইউনিয়নের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান প্রমুখ।

এছাড়া জেলার নাজিরপুর, মঠবাড়িয়া, স্বরুপকাঠী উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

(ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচন: দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

রিভিউয়ের মাধ্যমে হোল্ডিং ট্যাক্স সহনীয় পর্যায় নিয়ে আসা হবে: সিসিক মেয়র

এসএসসির ফলাফলে গোপালগঞ্জ জেলায় তৃতীয় রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ

নড়াইলে বজ্রপাতে স্কুলছাত্র ও গাভীর মৃত্যু

টানা দ্বিতীয়বার ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান হলেন মিরাজুল ইসলাম

সালথায় ১২ কেজি গাঁজাসহ তিন মাদককারবারি গ্রেপ্তার

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন 

সোনারগাঁয়ে দুই কোটি টাকার ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

এসএসসিতে যশোর বোর্ডে সেরা সাতক্ষীরা

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি

এই বিভাগের সব খবর

শিরোনাম :