চাঁদপুরে মেঘনায় নারীর ভাসমান মরদেহ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৫৩
অ- অ+

চাঁদপুরে মেঘনা নদী থেকে অজ্ঞাত পরিচয় (২৫) এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে শহরের পুরান বাজার এলাকার মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

চাঁদপুর পুরান বাজার ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর জানান, মেঘনা নদীতে এক নারীর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অলিউল্লাওলি জানান, মৃত মরদেহটি উদ্বার করার পর সকল স্থানে খোঁজ খবর পাঠানো হয়েছে। ওই নারীর পরিচয় না পাওয়া গেলে ময়না তদন্তের পর লাশ আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে চাঁদপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/প্রতিনিধি/ইএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোরে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি ৩ আয়োজিত কুমিল্লা এবং চাঁদপুর জেলার ত্রাণ বিতরণ
আজ দেশে ফিরছেন মির্জা ফখরুল, বিকালে যোগ দেবেন যৌথসভায়
ওজন কমানো থেকে ক্যানসার-ডায়াবেটিস প্রতিরোধ, সবেতেই ওস্তাদ বাঁধাকপি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা