কুড়িগ্রামের নাগেশ্বরী-ভিতরবন্দ সড়কের বেহাল দশা

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম
 | প্রকাশিত : ০২ মার্চ ২০১৭, ০৯:৫৯

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কুড়িগ্রাম-নাগেশ্বরী আন্তঃজেলা সড়কের ব্যাপারীর হাট থেকে ভিতরবন্দ গ্রোথসেন্টার পর্যন্ত তিন কিলোমিটার সড়কটি দীর্ঘদিন ধরে মেরামত না হওয়ায় তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

বিশেষ করে বটতলা থেকে ভিতরবন্দ বাজার পর্যন্ত এক কিলোমিটার সড়ক এতবেশি খানাখন্দ সৃষ্টি হয়েছে যে হেটে যাওয়াও দুষ্কর হয়ে পড়েছে। ফলে নুনখাওয়া, ভিতরবন্দ, কালীগঞ্জ ও নারায়নপুর ইউনিয়নসমূহের হাজার হাজার মানুষ ওই রাস্তটি দিয়ে চলাচল করায় প্রতিদিন ঘটছে ছোটবড় দুর্ঘটনা। এ অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছে নাগেশ্বরী উপজেলার কয়েকটি ইউনিয়নের মানুষজন।

রাস্তা সংলগ্ন সুকানদিঘি বাজারের মুদিব্যবসায়ী অলিলুর রহমান ও আব্দুল ছালাম জানান, গত ১০ বছর ধরে মেরামত না করায় পুরো রাস্তাটির উপরের পিচ ওঠে ছোটবড় গর্তের সৃষ্টি হয়েছে। রাস্তাটি দিয়ে ছোটবড় যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টিসহ মানুষজন হেঁটে যেতেও সমস্যা হচ্ছে। ১০ টাকার রিকশা ভাড়া ৩০ টাকা নেয়া হচ্ছে।

রিকশাচালক সিরাজুল হক ও কয়ছার আলী জানান, বটতলা থেকে ভিতরবন্দ বাজার পর্যন্ত সড়কে রিকশা চালিয়ে যাওয়া যায় না। খুব কষ্ট করে টেনে নিয়ে যেতে হয়, সে জন্য ভাড়া বেশি নেই। এছাড়া নাগেশ্বরী সদর থেকে মালামাল আনতে ব্যবসায়ীদের বেশি ভাড়া গুনতে হচ্ছে।

এ ব্যাপারে হাসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মাওলা আজাদ বলেন, রাস্তাটি মেরামতের জন্য উপজেলা পরিষদে প্রস্তাব করা হয়েছে।

নাগেশ্বরী উপজেলা প্রকৌশলী বাদশা আলমগীর রাস্তাটির করুণ অবস্থার কথা স্বীকার করে বলেন, রাস্তাটি মেরামতের জন্য প্রধান প্রকৌশলী এলজিইডি ঢাকায় প্রস্তাব পাঠিয়েছি আশা করছি জুনের আগেই রাস্তাটির মেরমত কাজ করতে পারব।

(ঢাকাটাইমস/২মার্চ/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচন: দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

রিভিউয়ের মাধ্যমে হোল্ডিং ট্যাক্স সহনীয় পর্যায় নিয়ে আসা হবে: সিসিক মেয়র

এসএসসির ফলাফলে গোপালগঞ্জ জেলায় তৃতীয় রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ

নড়াইলে বজ্রপাতে স্কুলছাত্র ও গাভীর মৃত্যু

টানা দ্বিতীয়বার ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান হলেন মিরাজুল ইসলাম

সালথায় ১২ কেজি গাঁজাসহ তিন মাদককারবারি গ্রেপ্তার

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন 

সোনারগাঁয়ে দুই কোটি টাকার ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

এসএসসিতে যশোর বোর্ডে সেরা সাতক্ষীরা

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি

এই বিভাগের সব খবর

শিরোনাম :