পাবনায় দুই জেএমবি সদস্য আটক

পাবনা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ মার্চ ২০১৭, ১৩:৪৪ | প্রকাশিত : ১৩ মার্চ ২০১৭, ১১:১৪

রাজধানী বিভাগের জেলা পাবনায় পুলিশের বিশেষ অভিযানে আটক হয়েছেন শফিকুল ইসলাম ও জিয়াউল করিম নামে দুই জন, যারা জঙ্গি সংগঠন জেএমবির সদস্য বলে জানিয়েছে পুলিশ। এদের বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে। পুলিশ সদরদপ্তর নিষিদ্ধ জঙ্গি সংগঠনটির যেসব সদস্যদেরকে খুঁজছিল তাদের মধ্যে এদের নাম রয়েছে।

রবিবার দিবাগত রাতে পাবনা শহর ও ঈশ্বরদীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়।

গ্রেপ্তার দুই জনের মধ্যে শফিকুলের বাড়ি পাবনা শহরের রাধানগর মক্তবপাড়া এলাকায়। আর জিয়াউলের বাড়ি নারায়ণপুর এলাকায়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক জানান, পুলিশ সদরদপ্তরের তালিকাভুক্ত দুই জেএমবি সদস্য পাবনায় অবস্থান করছে-এমন তথ্যের ভিত্তিতে এই অভিযানে নামের তারা। আটক তুই জনের বিরুদ্ধে পাবনা সদর থানায় তিনটি মামলা আছে। ঝিনাইদহ ও শরীয়তপুর থানার কয়েকটি মামলায় জেলও খেটেছেন তারা।

গত ৬ মার্চ গাজীপুরের টঙ্গীতে মৃত্যুদ-প্রাপ্ত জঙ্গি নেতা মুফতি হান্নান ও তার সহযোগীদেরকে ছিনিয়ে নেয়ার চেষ্টায় প্রিজন ভ্যানে হামলার ঘটনা ঘটে। সেখান থেকে হাতেনাতে আটক হন একজন। এরপর তার দেয়া তথ্যমতে নরসিংদীর একটি কওমি মাদ্রাসা থেকে আটক হন আরও একজন।

পরদিন কুমিল্লায় বাসে তল্লাশির সময় পুলিশের ওপর বোমা হামলার ঘটনায় হাতেনাতে আটক হন দুই যুবক। এরপর এদের একজনের কাছ থেকে তথ্য পেয়ে চট্টগ্রামের মিরসরাইয়ে সন্দেহভাজন জঙ্গি আস্তানায় অভিযানে যায় পুলিশ। উদ্ধার করা হয় বোমা ও গ্রেনেডসহ বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ।

এর পর পরই দেশের বিভিন্ন এলাকায় অভিযান জোরদার করে পুলিশ। ছয় দিনে আটক হয় দুই শতাধিক মানুষ, যাদের বেশিরভাগের বিরুদ্ধেই আনা হয়েছে জঙ্গি তৎপরতার অভিযোগ।

ঢাকাটাইমস/১৩মার্চ/প্রতিনিধি/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচন: দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

রিভিউয়ের মাধ্যমে হোল্ডিং ট্যাক্স সহনীয় পর্যায় নিয়ে আসা হবে: সিসিক মেয়র

এসএসসির ফলাফলে গোপালগঞ্জ জেলায় তৃতীয় রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ

নড়াইলে বজ্রপাতে স্কুলছাত্র ও গাভীর মৃত্যু

টানা দ্বিতীয়বার ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান হলেন মিরাজুল ইসলাম

সালথায় ১২ কেজি গাঁজাসহ তিন মাদককারবারি গ্রেপ্তার

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন 

সোনারগাঁয়ে দুই কোটি টাকার ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

এসএসসিতে যশোর বোর্ডে সেরা সাতক্ষীরা

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি

এই বিভাগের সব খবর

শিরোনাম :