‘অনলাইনের কারণে প্রিন্ট পত্রিকাগুলো চ্যালেঞ্জের মুখে’

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ মার্চ ২০১৭, ২২:০৩

জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান বলেছেন, সাংবাদিকতায় এখন অনেক পরিবর্তন এসেছে। এখন অনলাইন পত্রিকাগুলো অনেক এগিয়ে গেছে। এগুলোর জন্য আজ প্রিন্ট পত্রিকাগুলো চ্যালেঞ্জের মুখে রয়েছে।

রবিবার চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এক সংবর্ধনা অনুষ্ঠানের বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক শফিকুর রহমান ও ব্যবসায়ী জয়নাল আবেদিনকে সংবর্ধনা দেয়া হয়।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শরীফ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিএম শাহীনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল, পুলিশ সুপার শামসুন্নাহার, সংবর্ধিত অতিথি জয়নাল আবেদিন মজুমদার প্রমুখ।

শফিকুর রহমান বলেন, ইতোমধ্যে বিশ্বের অনেকগুলো ইংরেজি প্রিন্ট পত্রিকা প্রিন্ট সংস্করণ বন্ধ করে শুধু অনলাইনের সংস্করণ প্রকাশ করছে। তিনি বলেন, বাংলাদেশের সাংবাদিকতার মান এখন অনেকটাই ভালো। ভারতের সাংবাদিকতার সাথে তুলনা করলে আমরা অনেক এগিয়ে আছি। কিন্তু সাংবাদিকরা তাদের পরিশ্রম অনুযায়ী তার প্রতিষ্ঠান থেকে যথাযথ সম্মানী পায় না বলে তিনি মন্তব্য করেন।

এর আগে চাঁদপুর জেলার দেড় শতাধিক সাংবাদিককে দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়।

(ঢাকাটাইমস/১৯মার্চ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

গণমাধ্যম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

গণমাধ্যম এর সর্বশেষ

গণমাধ্যমকর্মী আইন নিয়ে অংশীজদের মতামত নেয়া শুরু হয়েছে: তথ্য প্রতিমন্ত্রী

ডিএসইসির নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

‘সাংবাদিক আর ইউটিউবার বা ব্লগারের বিভাজন’

চতুর্থ মেয়াদে পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ

সাংবাদিক ফরিদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারে ক্র্যাবের আল্টিমেটাম

সাংবাদিক নির্যাতন বন্ধ ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের নতুন সভাপতি মুক্তাদির, সম্পাদক জাওহার

আরআরএফের সভাপতি মিজান, সম্পাদক নিশাত ও দপ্তর সম্পাদক মেহেদী

সাংবাদিক নেতা রমিজ খানের ইন্তেকাল, বিএফইউজের শোক

ঈদের ছুটি না পাওয়া গণমাধ্যমকর্মীদের যথাযথ সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজের

এই বিভাগের সব খবর

শিরোনাম :