যুক্তরাষ্ট্রে এবার ভারতীয় বংশোদ্ভূত মা ও ছেলে খুন

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ মার্চ ২০১৭, ১৮:৪৮ | প্রকাশিত : ২৪ মার্চ ২০১৭, ১৮:৩৯

যুক্তরাষ্ট্রে আবার ভারতীয় নাগরিকদের হত্যার ঘটনা ঘটেছে। এবার নিউজার্সিতে এক ভারতীয় বংশোদ্ভূত এক নারী ও তার সাত বছরের শিশুকে হত্যার অভিযোগ উঠেছে।গত দেড় মাসে যুক্তরাষ্ট্রে এই নিয়ে ৬ জন ভারতীয়ের ওপর হামলা হলো।

নিহত ঐ নারীর নাম এন শশিকলা(৪০)। পেশায় তিনি একজন সফটওয়্যার প্রকৌশলী। ভারতের অন্ধ্রপ্রদেশের বাড়ি। নয় বছর আগে স্বামী এন হানুমান্থা রাওয়ের সঙ্গে আমেরিকায় পাড়ি জমান। তার স্বামীও একজন সফটওয়্যার প্রকৌশলী।

অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়াতে থাকা শশিকলার আত্মীয়রা জানায়, শশিকলা আর তার সাত বছরের শিশুপুত্র আনীষ সাইকে নিউজার্সিতে তাদের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। বৃহস্পতিবার অফিস থেকে বাড়িতে ফিরে হানুমান্থা রাও তার স্ত্রী ও সন্তানকে মৃত অবস্থায় ঘরে পড়ে থাকতে দেখেন। দু’জনকেই কুপিয়ে খুন করা হয়েছে বলে শশিকলার স্বামীর অভিযোগ। গত ৯ বছর ধরেই স্বামী, পুত্রকে নিয়ে নিউজার্সিতে থাকতেন শশিকলা। চাকরিটা করতেন বাড়িতে বসেই।

ওই মর্মান্তিক ঘটনার খবর পেয়ে আজ টুইটে গভীর দুঃখপ্রকাশ করেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। এক টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘নিউজার্সিতে শশিকলা ও তার শিশুপুত্র খুনের ঘটনায় আমি বেদনাহত। আমি তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

চলতি বছরের ফেব্রুয়ারিতে কানসাসে ৩২ বছর বয়সী আইটি শ্রীনিবাস কুচিভোতলা ও তার এক ভারতীয় বন্ধুকে গুলি করে খুন করা হয়। মার্চের প্রথম দিকে সাউথ ক্যারোলিনায় এক ভারতীয় বংশোদ্ভূত দোকানমালিককে গুলি করে খুন করা হয়। আর দিনদু’য়েকের মধ্যেই ওয়াশিংটনের কেন্টে আক্রান্ত হন শিখ সম্প্রদায়ের একজন। তিনি অবশ্য প্রাণে বেঁচে যান।

সূত্র: আনন্দবাজার পত্রিকা ও এনডিটিভি

(ঢাকাটাইমস/২৪মার্চ/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

‘আইসিজে গণহত্যা মামলায় যোগ দেবে মিশর, ইসরায়েলের জন্য কঠোর আঘাত’

আফগানিস্তানে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৩১৫

এবার সমাবর্তন বর্জন ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

পশ্চিম এশিয়ায় পরিযায়ী পাখিদের প্রধান শীতকালীন আবাস ইরান

কানাডায় শিখ নেতা হরদীপ হত্যাকাণ্ডে আরও ১ জন গ্রেপ্তার

আগামী বছরই অবসর নেবেন মোদি, প্রধানমন্ত্রী হবেন অমিত শাহ: বিস্ফোরক দাবি কেজরিওয়ালের 

৩ লাখ ফিলিস্তিনিকে পূর্ব রাফাহ থেকে সরিয়ে নেওয়া হয়েছে: ইসরায়েল

রাফাহ শহর ও সীমান্ত কেন এত গুরুত্বপূর্ণ?

ব্রাজিলের বন্যা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৭

পৃথিবীতে শক্তিশালী সৌরঝড়ের আঘাত, ইন্টারনেট ও বিদ্যুৎ বিপর্যয়ের শঙ্কা

এই বিভাগের সব খবর

শিরোনাম :