বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

প্রদীপ চক্রবর্তী, আগরতলা থেকে
| আপডেট : ২৭ মার্চ ২০১৭, ২১:০৯ | প্রকাশিত : ২৭ মার্চ ২০১৭, ২০:১১

বাংলাদেশের অস্থির পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি বলেছেন, ত্রিপুরার সাথে বাংলাদেশের গভীর, নিবিড় সম্পর্ক রয়েছে, সেটি অনেকের সহ্য হচ্ছে না।

ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশ হাইকমিশনের রাজ্য দপ্তরে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মুখ্যমন্ত্রী এসব কথা বলেন।

মানিক সরকার বলেন, ‘বাংলাদেশ ও ত্রিপুরার মধ্যে দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজমান। বাংলাদেশের প্রতিবেশী ত্রিপুরা। বাংলাদেশে কোনো কিছু হলে এর প্রভাব পড়বে ত্রিপরার ওপর। মৈত্রীর সম্পর্ক কারো কারো সহ্য হচ্ছে না।’

মুখ্যমন্ত্রী বলেন, ‘তাই বাংলাদেশে অস্থির পরিবেশ সৃষ্টির চেষ্টা চলছে। ত্রিপুরার সাথে বাংলাদেশের সুসম্পর্ক বিঘ্নিত করার অপপ্রয়াস চলছে। এক প্রতিবেশী স্থিতিশীল না হলে আরেক প্রতিবেশী নিশ্চিন্ত থাকতে পারে না।’

মানিক বলেন, ‘বাংলাদেশে প্রগতি, উন্নয়ন হোক এটা ভারত বরাবর চায়। সুসম্পর্ক আরও দৃঢ় হোক এটা ভারত চায়।’

দর্শকে পরিপূর্ণ টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযুদ্ধে শহীদ বীর সেনানীদের প্রতি।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে প্রাণ দেয়া ভারতীয় জওয়ানদের প্রতিও মুখ্যমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করেন। দুই দেশের সম্পর্ক যাতে স্বাভাবিক থাকে তার ওপর নজর রাখতে মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানান।

অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে বাংলাদেশের সহকারী হাইকমিশনার সাখাওয়াত হাসান বক্তব্য দেন।

(ঢাকাটাইমস/২৭মার্চ/প্রতিনিধি/এসএএফ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

‘আইসিজে গণহত্যা মামলায় যোগ দেবে মিশর, ইসরায়েলের জন্য কঠোর আঘাত’

আফগানিস্তানে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৩১৫

এবার সমাবর্তন বর্জন ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

পশ্চিম এশিয়ায় পরিযায়ী পাখিদের প্রধান শীতকালীন আবাস ইরান

কানাডায় শিখ নেতা হরদীপ হত্যাকাণ্ডে আরও ১ জন গ্রেপ্তার

আগামী বছরই অবসর নেবেন মোদি, প্রধানমন্ত্রী হবেন অমিত শাহ: বিস্ফোরক দাবি কেজরিওয়ালের 

৩ লাখ ফিলিস্তিনিকে পূর্ব রাফাহ থেকে সরিয়ে নেওয়া হয়েছে: ইসরায়েল

রাফাহ শহর ও সীমান্ত কেন এত গুরুত্বপূর্ণ?

ব্রাজিলের বন্যা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৭

পৃথিবীতে শক্তিশালী সৌরঝড়ের আঘাত, ইন্টারনেট ও বিদ্যুৎ বিপর্যয়ের শঙ্কা

এই বিভাগের সব খবর

শিরোনাম :