মেয়েদের জন্য পরামর্শ দিলেন অক্ষয়

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ মার্চ ২০১৭, ১৭:২৯

সমাজে মেয়েদের পদচারনা কম নয়। পুরুষের সাথে তারাও এগিয়ে যাচ্ছে। কিন্তু চলাফেরা করতে মেয়েদের প্রতিনিয়ত সহ্য করতে হয় নানা রকম মানষিক নির্যাতন ও শারিরীক লাঞ্চনা। এবার তাদের জন্য পরামর্শ দিয়েছে বলিউড অভিনেতা অক্ষয় কুমার।

তিনি বলেন, ‘যদি কোনও মহিলাকে কেউ খারাপ ভাবে স্পর্শ করতে চায়, তা হলে ঘাবড়ে যাওয়ার কোনও কারণ নেই। তাঁকে মেরে, দৌড়াতে হবে’।

তার আসন্ন ছবি ‘নাম শাবানা’র প্রচারে দিল্লি ভারতীয় গণমাধ্যমের সাথে এসব কথা বলেন তিনি।

মার্শাল আর্টে পারদর্শী অক্ষয় মনে করেন, ‘ছোট থেকেই পড়াশোনার পাশাপাশি কী ভাবে আত্মরক্ষা করতে হয়, তা শেখাটাও জরুরি।’

এ ছবির প্রচারে এসেছিলেন, ছবির সহঅভিনেতা মনোজ বাজপেয়ী, তাপসী পান্নু এবং প্রযোজক নীরজ পাণ্ডে।

অক্ষয় বলেন, ‘আমার মনে হয় আমাদের দেশে মেয়েদের মার্শাল আর্ট বা আত্মরক্ষার কৌশল না শিখলেও চলে। যে কোনও জায়গায়, যে কোনও সময় তাঁরা নিশ্চিন্তে চলাফেরা করতে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত কিছু খারাপ লোকের জন্য মেয়েদের এগুলো শিখে রাখা উচিত। আমি শুধু মহিলাদের একটা কথাই বলব, যদি কেউ আপনাদের খারাপ ভাবে ছুঁতে চায়, ভয় পাবেন না, বরং তাঁকে মেরে দৌড়াতে থাকুন।’

(ঢাকাটাইমস/২৮মার্চ/ এসজেআর)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :