খালেদার সঙ্গে ইইউ প্রতিনিধিদের বৈঠক সন্ধ্যায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৯ মার্চ ২০১৭, ১৪:০১ | প্রকাশিত : ২৯ মার্চ ২০১৭, ১৩:৩১

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে ঢাকায় অবস্থানরত ইউরোপীয় পার্লামেন্টের (ইপি) চার সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করবে।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। প্রতিনিধি দলটি তিন দিনের সফরে ঢাকায় অবস্থান করছে।

খালেদা জিয়ার মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠকে দেশের রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে সূত্রে জানা গেছে।

বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের পরিস্থিতি, শ্রমমান, কারখানার নিরাপত্তা, রোহিঙ্গা ও রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও আলোচনা করতে সোমবার তারা ঢাকায় পৌঁছায়। সোশ্যালিস্ট অ্যান্ড ডেমোক্র্যাটস পার্টির ইউরোপীয় পার্লামেন্টের চার সদস্যের ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন আর্নে লিটজ।

(ঢাকাটাইমস/২৯মার্চ/বিইউ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :