নরসিংদীতে ট্রেনের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত
রেলপথ পারাপারের সময় ট্রেনের ধাক্কায় ইসমাইল হোসেন ভুইয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় হাবিব গাজী ও বাছেদ ভুইয়া নামে আরো দুই জন।
বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের নরসিংদীর রায়পুরা উপজেলার আমীরগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আমীরগঞ্জ বাজার থেকে বেগুনবোঝাই অটোরিকশাটি গেইটম্যানবিহীন ক্রসিং দিয়ে পারাপারের সময় ঢাকা থেকে কিশোরগঞ্জগামী এগারো সিন্দুর এক্সপ্রেস ট্রেনটি অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।
আমীরগঞ্জ রেলওয়ে পুলিশের ইনচার্জ আমিনুল শিকদার জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে।
(ঢাকাটাইমস/২৯মার্চ/বিএ/এলএ)
মন্তব্য করুন