চাঁপাইনবাবগঞ্জ স্পিডলেজার গান মেশিনে অভিযান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ এপ্রিল ২০১৭, ১৭:৪৩

চাঁপাইনবাবগঞ্জে স্পিডলেজার গান মেশিনের মাধ্যমে সবধরনের যানবহনের উচ্চগতি নিয়ন্ত্রণের অভিযানে নেমেছে ট্রাফিক পুলিশ। ইতোমধ্যে রাস্তায় উচ্চগতিতে মোটরসাইকেল চালানোর দায়ে পাঁচ চালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জের ৯ বিজিবি ব্যাটালিয়ন সদরের ১নং গেটের কাছে সার্জেন্ট আব্দুল আলিম এই মেশিনের মাধ্যমে অভিযান কার্যক্রম শুরু করেন। আর পাঁচ চালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ট্রাফিক ইন্সপেক্টর মো. খুলিলুর রহমান জানান, সারাদেশে সড়ক দুঘটনায় হতাহতের সংখ্যা বেড়ে যাওয়ার কারণ হিসেবে উচ্চগতিতে যানবাহন চালানো চিহ্নিত করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। তাই সরকার সড়ক দুঘটনা রোধে এই মেশিনটির মাধ্যমে রাস্তায় বেপরোয়া যানবহনের চালকদের সর্তকতামূলক ব্যবস্থা হিসেবে এই উদ্যোগ নিয়েছে সরকার।

তিনি আরো বলেন, এই মেশিনের মাধ্যমে রাস্তায় দীর্ঘ দুই কিলোমিটার মধ্যে উচ্চ গতি সম্পন্ন যানবহন চলাচল করলে তা ধরা পড়বে এবং রেকর্ড হয়ে যাবে। আর যারা বেপরোয়াভাবে যানবহন চালিয়ে আইন ভঙ্গ করবেন তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে। এতে সড়ক দুঘটনা কমে আসবে।

(ঢাকাটাইমস/১এপ্রিল/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :