নরসিংদী সদর স্বেচ্ছাসেবক লীগে নতুন নেতৃত্ব
নরসিংদী প্রতিনিধি, ঢাকাটাইমস
প্রকাশিত : ০২ এপ্রিল ২০১৭, ১০:৩৪
দীর্ঘ সাত বছর পর নরসিংদী সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন হয়েছে। শনিবার বিকালে মাধবদী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এই সম্মেলন হয়।
সম্মেলনে মো. মনিরুজ্জামান ভূইয়াকে সভাপতি ও মো. রাসেল মাহমুদকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়েছে।
এছাড়া শ্রীকান্ত দাশকে সিনিয়র সহ-সভাপতি ও জাকির হোসেনকে যুগ্ম-সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যের কমিটির নাম ঘোষণা করা হয়।
সম্মেলনকে ঘিরে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকদের সমাগম ঘটে কলেজ মাঠে।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন- পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হীরু বীরপ্রতীক। বিশেষ অতিথি ছিলেন- স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাওসার, নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল মতিন ভূঁইয়া, স্বেচ্ছাসেবক লীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলীম ব্যাপারী।
সম্মেলনে অন্যান্যের মধ্যে ছিলেন- সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সফর আলী ভূঁইয়া, নরসিংদী শহর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কামরুজ্জামান কামরুল, মাধবদী পৌর মেয়র মোশাররফ হোসেন মানিক, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাহিত্য সম্পাদক অধ্যাপক মোতাহের হোসেন রিজভী প্রমুখ।
(ঢাকাটাইমস/২এপ্রিল/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন