চট্টগ্রামে ট্রলারভর্তি ইয়াবাসহ আটক ৯
চট্টগ্রামের আনোয়ারা পারকির চর এলাকায় অভিযান চালিয়ে ২০ লাখ পিস ইয়াবাসহ একটি ট্রলার আটক করেছে র্যাব-৭। এ সময় ট্রলারে থাকা ইয়াবাসিন্ডিকেট প্রধান মোজাহেরসহ নয়জনকে আটক করা হয়েছে।
রবিবার ভোর ৫ টার দিকে গভীর সমুদ্রে এ অভিযান চালায় র্যাব-৭।
র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সমুদ্রে অভিযান চালানো হয়। এসময় ২০ লাখ পিস ইয়াবাসহ একটি ট্রলার নয়জনকে আটক করা হয়েছে।
তিনি বলেন, আটক মোজাহের চট্টগ্রাম কক্সবাজার সমুদ্রপথে ইয়াবা চোরাচালান চক্রের প্রধান। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিকালে র্যাব সদর দপ্তরে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল উপস্থিত থাকবেন।
(ঢাকাটাইমস/১৬এপ্রিল/প্রতিনিধি/জেডএ)
মন্তব্য করুন