তিন জেলায় বিএনপির আহ্বায়ক কমিটি, জায়গা হলো যাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০২৪, ১৫:৪৪| আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ১৫:৫০
অ- অ+

খুলনা, মেহেরপুর ও মাগুরা জেলায় আংশিক আহ্বায়ক কমিটি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

শুক্রবার দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মনিরুজ্জামান মন্টুকে আহ্বায়ক ও আবু হোসেন বাবুকে সদস্যসচিব করে তিন সদস্যবিশিষ্ট খুলনা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি, মেহেরপুর জেলা বিএনপির বর্তমান নির্বাহী কমিটি বিলুপ্ত করে জাভেদ মাসুদ মিল্টনকে আহ্বায়ক ও অ্যাডভোকেট কামরুল ইসলামকে সদস্যসচিব করে সাত সদস্যবিশিষ্ট জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি এবং আলী আহমেদকে আহ্বায়ক ও মনোয়ার হোসেন খানকে সদস্যসচিব করে ১১ সদস্যবিশিষ্ট মাগুরা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়েছে।

খুলনা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি

আহ্বায়ক- মনিরুজ্জামান মন্টু, যুগ্ম আহ্বায়ক- অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম এবং সদস্যসচিব- আবু হোসেন বাবু।

মেহেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি

আহ্বায়ক- জাভেদ মাসুদ মিল্টন; যুগ্ম আহ্বায়ক- আমিরুল ইসলাম, জাহাঙ্গীর বিশ্বাস ও ফয়েজ মোহাম্মদ; সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং সদস্য- মাসুদ অরুণ ও আমজাদ হোসেন।

মাগুরা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি

আহ্বায়ক- আলী আহমেদ, যুগ্ম আহ্বায়ক- আখতার হোসেন, আহসান হাবিব কিশোর, ফারুকুজ্জামান ফারুক, খাঁন হাসান ইমাম সুজা, অ্যাডভোকেট রোকুনুজ্জামান, আলমগীর হোসেন, মিথুন রায় চৌধুরী, শাহেদ হাসান টগর ও পিকুল খাঁন এবং সদস্যসচিব- মনোয়ার হোসেন খান।

(ঢাকাটাইমস/১৩ডিসেম্বর/জেবি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রংপুরের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে রাজশাহী
নওগাঁয় দেখা নেই সূর্যের, বৃষ্টির মতো ঝরছে শিশির
‘মেসির সঙ্গে বিরোধ’ প্রসঙ্গে এবার নেইমারকে জবাব দিলেন এমবাপ্পে
হাসিনার পতন জুলাই-আগস্ট আন্দোলনের মধ্যেই সীমাবদ্ধ নয়: ফারুক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা